প্রথম হিন্দি সিরিজের প্রি প্রোডাকশনে দেবালয় ‘স্যর’, কাস্টিংয়ে বিনয় পাঠক, কৃতি খারবান্দা

শুভঙ্কর চক্রবর্তী |

Dec 27, 2020 | 1:49 PM

আট এপিসোডের গোয়েন্দা থ্রিলারের প্রি-প্রোডাকশন আপাতত চলছে।

Follow Us

ক্রাইম থ্রিলারের প্রতি ঝোঁক তাঁর। ‘ড্রাকুলা স্যর’-এর পরিচালক দেবালয় ভট্টাচার্য। কানাঘুষো শোনা যাচ্ছিল প্রথম হিন্দি ওয়েব সিরিজ শুরু করতে চলেছেন তিনি। তবে এখন সে খবর নিশ্চিত হয়েছে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’। এবার অ্যামাজন প্রাইমের জন্য় প্রথম হিন্দি ওয়েব সিরিজের প্রি-প্রোডাকশনও শুরু হয়েছে। হিন্দি সিরিজের নাম এখনও ঠিক হয়নি। বিষয় গোয়েন্দা থ্রিলার। তবে ‘ফেলুদা’, ‘ব্যোমেকেশ’ ঘরানার নয়।

 

আরও পড়ুন ‘দ্বিতীয় পুরুষ’-এর ‘খোকা’ই এখন সৃজিতের প্রিয়তম

 

 

মুখ্য চরিত্রে থাকছেন একজন নারী। একজন নারী হয়ে উঠছেন গোয়েন্দা। সিরিজে ‘গোয়েন্দা’ চরিত্রে অভিনয় করছেন কৃতি খারবান্দা। মূলত কন্নড় এবং তেলগু ছবিতে কাজ করেছেন কৃতি। ‘হাউসফুল-৪’, ‘ভীরে দি ওয়েডিং’, ‘পাগলপন্তি’-র মতো বড় বাজেটের ছবিতেও অভিনয় করেছেন।

ওয়েব সিরিজে থাকছেন বেশকিছু বাঙালি অভিনেতা। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে থাকছেন পরমব্রত বন্দ্যোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়। বলিউড থেকে বিনয় পাঠক এবং জারিনা ওয়াভ। শোনা যাচ্ছে অভিনেতা সৌরভ দাসও থাকতে পারেন সিরিজে।

 

 

ওয়েব সিরিজের গল্প লিখছেন অরিন্দম মিত্র। অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘ব্ল্যাক ফ্রাইডে’র প্রযোজক ছিলেন অরিন্দম। ফেব্রুয়ারি মাস থেকে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হবে শুটিং। আট এপিসোডের গোয়েন্দা থ্রিলারের প্রি-প্রোডাকশন আপাতত চলছে।

ক্রাইম থ্রিলারের প্রতি ঝোঁক তাঁর। ‘ড্রাকুলা স্যর’-এর পরিচালক দেবালয় ভট্টাচার্য। কানাঘুষো শোনা যাচ্ছিল প্রথম হিন্দি ওয়েব সিরিজ শুরু করতে চলেছেন তিনি। তবে এখন সে খবর নিশ্চিত হয়েছে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’। এবার অ্যামাজন প্রাইমের জন্য় প্রথম হিন্দি ওয়েব সিরিজের প্রি-প্রোডাকশনও শুরু হয়েছে। হিন্দি সিরিজের নাম এখনও ঠিক হয়নি। বিষয় গোয়েন্দা থ্রিলার। তবে ‘ফেলুদা’, ‘ব্যোমেকেশ’ ঘরানার নয়।

 

আরও পড়ুন ‘দ্বিতীয় পুরুষ’-এর ‘খোকা’ই এখন সৃজিতের প্রিয়তম

 

 

মুখ্য চরিত্রে থাকছেন একজন নারী। একজন নারী হয়ে উঠছেন গোয়েন্দা। সিরিজে ‘গোয়েন্দা’ চরিত্রে অভিনয় করছেন কৃতি খারবান্দা। মূলত কন্নড় এবং তেলগু ছবিতে কাজ করেছেন কৃতি। ‘হাউসফুল-৪’, ‘ভীরে দি ওয়েডিং’, ‘পাগলপন্তি’-র মতো বড় বাজেটের ছবিতেও অভিনয় করেছেন।

ওয়েব সিরিজে থাকছেন বেশকিছু বাঙালি অভিনেতা। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে থাকছেন পরমব্রত বন্দ্যোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়। বলিউড থেকে বিনয় পাঠক এবং জারিনা ওয়াভ। শোনা যাচ্ছে অভিনেতা সৌরভ দাসও থাকতে পারেন সিরিজে।

 

 

ওয়েব সিরিজের গল্প লিখছেন অরিন্দম মিত্র। অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘ব্ল্যাক ফ্রাইডে’র প্রযোজক ছিলেন অরিন্দম। ফেব্রুয়ারি মাস থেকে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হবে শুটিং। আট এপিসোডের গোয়েন্দা থ্রিলারের প্রি-প্রোডাকশন আপাতত চলছে।

Next Article