৪ বছরের অপেক্ষার অবসান, অবশেষে দেবের নতুন পথচলা শুরু

Sucharita De | Edited By: জয়িতা চন্দ্র

Mar 16, 2025 | 6:32 PM

Dev: প্রথম ঝলকে দর্শকদের মনে হতে পারে দক্ষিণের বিগ বাজেট ছবির সমান টক্কর আসতে চলেছে। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর সময় আসতে চলেছে এই ছবি।

Follow Us

দীর্ঘ অপেক্ষার পর রবিবার ১৬ মার্চ শুরু হয়ে গেল ‘রঘু ডাকাত ‘ ছবির শ্যুট। এই ছবির কাজ শুরু হতে সময় লেগে গেল প্রায় চার বছর। রবিবার থেকেই সেটে নতুন রূপে দেব। তৈরি হয়েছে বিশাল সেট। সেই ছবি শেয়ার করে অভিনেতা দেব তাঁর অনুরাগীদের জানিয়ে দিলেন, আবার বড় কিছু উপহার নিয়ে আসতে চলেছে তিনি ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় মানেই ইতিহাস ও রূপকথার মেলবন্ধন। এর আগে তাঁর ‘সোনা দা’ চরিত্র খুদে দর্শকদের মন কেড়েছিল। এবার আসছে ‘রঘু ডাকাত’। দেব এই ছবির জন্য নিজেকে সব দিক থেকে প্রস্তুত করেছেন। পাল্টে ফেলেছেন শরীরের গঠন, শিখেছেন ঘোরসওয়ারি।

ছবির সেটের যে ক্লিপ সামনে এসেছে, তা দেখে আন্দাজ করা যাচ্ছে, বেশ বড় স্কেলে তৈরি হতে চলেছে ‘রঘু ডাকাত ‘। সুপারস্টার দেবের ‘খাদান ‘ বাঙালি দর্শকদের আশা অনেকটাই বাড়িয়ে তুলেছে। সেই কথা মাথায় রেখেই যেন বিশাল আয়োজন। বিশাল সেট তৈরি হয়েছে। ছবির পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মনে উৎসাহ তৈরি করেছে। অন্যদিকে দর্শকদের ভালবাসা পেয়ে অভিনেতা দেবও বেশ উৎসাহিত। আগামী কয়েকদিন টানা শুট চলবে। ছবির অন্যান্য চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, সোহিনী সরকার, রূপা গঙ্গোপাধ্যায় প্রমুখদের।

সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে রঘু ডাকাতের সেট তৈরির ভিডিয়ো। প্রথম ঝলকে দর্শকদের মনে হতে পারে দক্ষিণের বিগ বাজেট ছবির সমান টক্কর আসতে চলেছে। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর সময় আসতে চলেছে এই ছবি।

এর আগে ‘গোলন্দাজ’ ছবিতে এই পরিচালক-অভিনেতার জুটি পেয়েছিল দর্শক। এবার ‘রঘু ডাকাত ‘ রূপে দেবকে দর্শকেরা কতটা পছন্দ করে সেই দিকে নজর থাকবে। টলিপাড়ার অন্দরের খবর ‘খাদান ‘ ছবির সাফল্যের পর ‘রঘু ডাকাত’ নিয়ে সিনেপাড়া আশায় বুক বাঁধছে। এখন দেখার বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে এই ছবি।

দীর্ঘ অপেক্ষার পর রবিবার ১৬ মার্চ শুরু হয়ে গেল ‘রঘু ডাকাত ‘ ছবির শ্যুট। এই ছবির কাজ শুরু হতে সময় লেগে গেল প্রায় চার বছর। রবিবার থেকেই সেটে নতুন রূপে দেব। তৈরি হয়েছে বিশাল সেট। সেই ছবি শেয়ার করে অভিনেতা দেব তাঁর অনুরাগীদের জানিয়ে দিলেন, আবার বড় কিছু উপহার নিয়ে আসতে চলেছে তিনি ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় মানেই ইতিহাস ও রূপকথার মেলবন্ধন। এর আগে তাঁর ‘সোনা দা’ চরিত্র খুদে দর্শকদের মন কেড়েছিল। এবার আসছে ‘রঘু ডাকাত’। দেব এই ছবির জন্য নিজেকে সব দিক থেকে প্রস্তুত করেছেন। পাল্টে ফেলেছেন শরীরের গঠন, শিখেছেন ঘোরসওয়ারি।

ছবির সেটের যে ক্লিপ সামনে এসেছে, তা দেখে আন্দাজ করা যাচ্ছে, বেশ বড় স্কেলে তৈরি হতে চলেছে ‘রঘু ডাকাত ‘। সুপারস্টার দেবের ‘খাদান ‘ বাঙালি দর্শকদের আশা অনেকটাই বাড়িয়ে তুলেছে। সেই কথা মাথায় রেখেই যেন বিশাল আয়োজন। বিশাল সেট তৈরি হয়েছে। ছবির পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মনে উৎসাহ তৈরি করেছে। অন্যদিকে দর্শকদের ভালবাসা পেয়ে অভিনেতা দেবও বেশ উৎসাহিত। আগামী কয়েকদিন টানা শুট চলবে। ছবির অন্যান্য চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, সোহিনী সরকার, রূপা গঙ্গোপাধ্যায় প্রমুখদের।

সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে রঘু ডাকাতের সেট তৈরির ভিডিয়ো। প্রথম ঝলকে দর্শকদের মনে হতে পারে দক্ষিণের বিগ বাজেট ছবির সমান টক্কর আসতে চলেছে। বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর সময় আসতে চলেছে এই ছবি।

এর আগে ‘গোলন্দাজ’ ছবিতে এই পরিচালক-অভিনেতার জুটি পেয়েছিল দর্শক। এবার ‘রঘু ডাকাত ‘ রূপে দেবকে দর্শকেরা কতটা পছন্দ করে সেই দিকে নজর থাকবে। টলিপাড়ার অন্দরের খবর ‘খাদান ‘ ছবির সাফল্যের পর ‘রঘু ডাকাত’ নিয়ে সিনেপাড়া আশায় বুক বাঁধছে। এখন দেখার বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে এই ছবি।

Next Article