মাস মাইনে মাত্র ৪০০ টাকা, জানেন অমিতাভের এই সিক্রেট?
Amitabh Bachchan: বরাবরই চর্চায় বিটাউনের বচ্চন পরিবার। তিনি জলসার মালিকও বটে। ৭০ পেরিয়েও একের পর এক ছবি তাঁর ঝুলিতে। পুত্র জুনিয়ার বচ্চনের থেকে তাঁর ডাক বেশি। কেবল অভিষেক কেন, যে কোনও স্টারের থেকেই বর্তমানে তাঁর কদর বেশি।

বলিউডে ৫০ বছরের রাজত্ব তাঁর। শূণ্য হাতে কেরিয়ার শুরু করলও বর্তমানে তিনি কোটি কোটি টাকার মালিক। বিটাউনের বচ্চন পরিবার। জলসার মালিকও বটে। ৭০ পেরিয়েও একের পর এক ছবি তাঁর ঝুলিতে। পুত্র জুনিয়ার বচ্চনের থেকে তাঁর ডাক বেশি। কেবল অভিষেক কেন, যে কোনও স্টারের থেকেই বর্তমানে তাঁর কদর বেশি।
তবে একটা সময় এমন ছিল না ছবিটা। তখন অভিনেতা হওয়ার স্বপ্নটা কেবল চোখেই ছিল। বাকিটা ছিল নিজেকে প্রমাণ করার তাগিদ। ১৯৬০-এর দশকে মাত্র ৪০০ টাকাই মাসিক পারিশ্রমিক পেতেন অমিতাভ। জলসা তখন তিনি কল্পনাও করতে পারেননি। সাত জনের সঙ্গে একটি ছোট্ট কামরায় রাত কাটত তাঁর। এভাবেই শুরু হয়েছিল অমিতাভ বচ্চনের লড়াই। আজ তিনি বলিউডের বিগবি।
বলিউডের তারকাদের সম্পত্তি কার কত, তা নিয়ে চিরকালই কৌতূহল থাকে আমজনতার মনে। বচ্চন পরিবারের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। বছর দীপাবলির আগেও অমিতাভের নিজ সম্পত্তির মূল্য ছিল ৩১৬০ কোটি টাকা। ৫০ কোটি টাকার প্রতীক্ষা তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে। রাজ্য সভায় মনোনয়ন জমা দেওয়ার আগে সম্পত্তির তালিকায় ১০০০ কোটি টাকা লিখেছিলেন জয়া। কিন্তু সেটা ২০১৮ সালের কথা। ৫ বছরে সম্পত্তির হিসেবে বেড়েছে।
