কত? ৮৩০ কোটি টাকায় তৈরি হচ্ছে ‘রামায়ণ’, মহাকাশে যান পাঠানো যাবে দু’বার!
Ramayana Film Making Budget: গত বছর ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল' ছবিটি। সেই ছবিতে রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছেন অভিনেতা রণবীর কাপুর। পর্দায় তাঁর সেই বীভৎস ইমেজকে ভেঙে এবার রনবীরকে দেখা যাবে রামচন্দ্রের চরিত্রে 'রামায়ণ' ছবিতে। 'রামায়ণ' তৈরি করছেন বলিউডের নির্মাতা নীতেশ তিওয়ারি। তাঁর পরিচালনাতেই তৈরি হচ্ছে এই ছবি।
দেশের সবচেয়ে দামী ছবি কোনটা? জানলে চোখ কপালে উঠে যাবে। ‘আর আর আর’, ‘বাহুবলী’ কিংবা ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি তৈরি হয়েছে হাই বাজেটে। কোটি-কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এক-একটা ছবি। বিরাট ব্যবসাও করেছে বক্স অফিসে। তবে এখন আরও একটি ছবি তৈরি হচ্ছে, যার প্রোডাকশন খরচ ১০০০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৮৩০ কোটি টাকারও বেশি। ভাবতে পারছেন?
গত বছর ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’ ছবিটি। সেই ছবিতে রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছেন অভিনেতা রণবীর কাপুর। পর্দায় তাঁর সেই বীভৎস ইমেজকে ভেঙে এবার রনবীরকে দেখা যাবে রামচন্দ্রের চরিত্রে ‘রামায়ণ’ ছবিতে। ‘রামায়ণ’ তৈরি করছেন বলিউডের নির্মাতা নীতেশ তিওয়ারি। তাঁর পরিচালনাতেই তৈরি হচ্ছে এই ছবি।
বিরাট বাজেট রয়েছে ‘রামায়ণ’-এর। উন্নত প্রযুক্তির ভিএফএক্স ব্যবহার করা হবে সেখানে। যে টাকায় ‘রামায়ণ’ তৈরি হচ্ছে তাতে দু-তিনবার মহাকাশে চলে যেতে পারবে রকেটও। ‘অ্যানিম্যাল’ মুক্তির পরপরই ‘রামায়ণ’-এর রাম সাজার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন রণবীর। অযোধ্যায় রামলালার মূর্তি উদ্বোধনের দিনও রণবীরকে রামের বেশি দেখা গিয়েছিল। ছিল সাবেকি সাজ। তাঁর প্রতি ছিল বিশেষ আকর্ষণও।
‘রামায়ণ’-এ রাম সাজার জন্য মাছ-মাংস ত্যাগ করেছেন রণবীর কাপুর। সিগারেট-মদ খাচ্ছেন না। কেবল তাই নয়। তির ধনুকও চালানো শিখেছেন তিনি। এই মুহূর্তে ছবির শুটিংয়ে দারুণ ব্যস্ত রয়েছেন রাম। ছবিতে রামের চরিত্র যেমন রণবীর রয়েছেন, তেমনি সীতার চরিত্রে কাস্ট করা হয়েছে দক্ষিণের অভিনেত্রী সাই পল্লবীকে। ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ।