বহু বছর আগে মঞ্চে অভিনয় করেছিলেন তিনি। তার পর তাঁর কেরিয়ার এগিয়েছে অন্য পথে। পর্দায় অভিনয়, সেই সঙ্গে পরিচালনা এবং নিজের প্রযোজনা কাজ তো আছেই। বহু বছর পর ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’-এর মাধ্যমে আবারও মঞ্চে ফেরেন অর্পিতা। ২০২১ সালে প্রথম ‘গওহর জান’-এর শো মঞ্চস্থ করেন অভিনেত্রী। তার পর অবশ্য মাঝে দু’বছরের বিরতি ছিল। কেন ‘গওহর জান’-এর জীবনীই বেছে নিলেন তিনি? সেই কারণ নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অর্পিতা।
অভিনেত্রী বলেন, “এই বিষয়টি আমি বেছে নিইনি। অবন্তী এবং এই প্রোডাকশনের যিনি সৃজনশীল প্রযোজক তাঁরা দুজনে মিলে ভেবেছিলেন গওহর জানের কথা। মঞ্চে অভিনয় করার ইচ্ছা আমার বরাবরই ছিল। ‘নটীর পূজা’ নাটকটি আমি করেছি স্বপ্নসন্ধানীর সঙ্গে। তার পর মঞ্চে অভিনয় করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। অভিনয়ের একটা অসাধারণ মাধ্যম মঞ্চ। অভিনেত্রী হিসাবে আমার মনে হয় প্রতিটি অভিনেতার একবার মঞ্চে অভিনয় করা উচিত ভাল অভিনেতা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য। তাই ইচ্ছাটা বরাবরই ছিল। তার পরেই অবন্তীর যোগাযোগ হয়। ও বলেছিল,”তুমি তো গানও গাইতে পারো।” তার পরেই নানা আলোচনা চলে এবং তৈরি হয় মাই নেম ইজ জান।” উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।
এই দফায় গ্লোবাল ট্যুরে কোথায় কোথায় অভিনীত হবে ‘মাই নেম ইজ জান’, দেখে নিন-
২৪ নভেম্বর ২০২৪- স্ট্যাড থিয়েটার, অস্ট্রিয়া
৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ
৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা