মাই নেম ইজ জান
My Name Is Jaan: গওহর জানের জীবনকে ভিত্তি করে নাটক ‘মাই নেম ইজ জান’। পটভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হয়। উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এই নাটক ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলেও। শুধু মুম্বই নয়, কলকাতা-সহ একাধিক শহরে এবার মন কাড়তে চলেছে অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মাই নেম ইজ জান’। আগামী ৬ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এই নাটক। এই বার বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে নাটকে। ২০২১ সালে মূলত বাংলাতেই দেখা গিয়েছিল এই নাটকটি। এই বার হিন্দিরও মিশেল দেখা যাবে। ইংরেজি ভাষার কিছু গানও যুক্ত করা হয়েছে।