‘আপনারা সপরিবারে আসুন’, ফেসবুক লাইভে এসে সকলকে আমন্ত্রণ জানালেন অর্পিতা
My Name Is Jaan: আন্তর্জাতিক মঞ্চেও গওহর জান নাটক প্রশংসিত। এবার নিজের শহরে মঞ্চস্থ করতে চলেছেন অর্পিতা। তাই লাইভে এসে সকলকে বিষয়টা আরও একবার জানিয়ে দিলেন তিনি। অনলাইনে ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটি আসন পরে রয়েছে।
শনিবার সন্ধ্যায় ফেসবুকে হাজির মঞ্চের গওহর জান, অর্থাৎ অর্পিতা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই সক্রিয়। তবে লাইভে আসলেন বেশ কিছুটা বিরতির পর। তাই শুরুতেই অনুরাগীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে নিলেন অভিনেত্রী। পাশাপাশি এও জানালেন, তিনি যে অনেকদিন পর লাইভে এসেছেন। কারণ– মাই নেম ইজ জান। অর্পিতা চট্টোপাধ্যায়ের এই নাটক দীর্ঘ দুই বছর পর কলকাতায় মঞ্চস্থ হতে চলেছে। ৬ ডিসেম্বর ডিজি বিড়লাতে তাই সকলকে আমন্ত্রণ জানালেন অভিনেত্রী।
গত দুই বছরে পাল্টে গিয়েছে অনেককিছুই। আগে এই নাটক বাংলায় ছিল। এখন যুক্ত হয়েছে হিন্দি। কিছু কিছু অংশে ইংরেজিও। পাল্টেছে গান, পাল্টেছে উপস্থাপনার কিছু অংশও। সব মিলিয়ে নতুন রূপে, নতুন ধাঁচে আসতে চলেছে গওহর জান। ইতিমধ্যেই একাধিক শো হয়ে গিয়েছে। আন্তর্জাতিক মঞ্চেও গওহর জান নাটক প্রশংসিত। এবার নিজের শহরে মঞ্চস্থ করতে চলেছেন অর্পিতা। তাই লাইভে এসে সকলকে বিষয়টা আরও একবার জানিয়ে দিলেন তিনি। অনলাইনে ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটি আসন পরে রয়েছে।
পাশাপাশি তিনি তাঁর সম্পূর্ণ টিমকে ধন্যবাদ জানালেন। পরিচালক অবন্তী চক্রবর্তী থেকে শুরু করে সঙ্গীত পরিচালক জয় সরকার, নিজের গোটা মিউজিক্যাল টিমকে প্রশংসায় ভরালেন অভিনেত্রী।
উল্লেখ্য, কেন ‘গওহর জান’-এর জীবনীই বেছে নিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়? সেই কারণ নিজেই জানিয়েছিলেন তিনি। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অর্পিতা। “এই বিষয়টি আমি বেছে নিইনি। অবন্তী এবং এই প্রোডাকশনের যিনি সৃজনশীল প্রযোজক তাঁরা দুজনে মিলে ভেবেছিলেন গওহর জানের কথা। মঞ্চে অভিনয় করার ইচ্ছা আমার বরাবরই ছিল। ‘নটীর পূজা’ নাটকটি আমি করেছি স্বপ্নসন্ধানীর সঙ্গে। তার পর মঞ্চে অভিনয় করার ইচ্ছাটা আরও বেড়ে যায়। অভিনয়ের একটা অসাধারণ মাধ্যম মঞ্চ। অভিনেত্রী হিসাবে আমার মনে হয় প্রতিটি অভিনেতার একবার মঞ্চে অভিনয় করা উচিত ভাল অভিনেতা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য। তাই ইচ্ছাটা বরাবরই ছিল। তার পরেই অবন্তীর যোগাযোগ হয়। ও বলেছিল, “তুমি তো গানও গাইতে পারো।” তার পরেই নানা আলোচনা চলে এবং তৈরি হয় মাই নেম ইজ জান।
উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।
আগামীতে কোথায় কোথায় শো–
৬ ডিসেম্বর ২০২৪- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৭,১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ
৮ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা
১৩ এপ্রিল ২০২৫-দ্য রোজ, ব্রাম্পটন, কানাডা