My Name is Jaan: আন্তর্জাতিক মঞ্চ কাঁপাল 'মাই নেম ইজ জান', কী বললেন অর্পিতা?

My Name is Jaan: আন্তর্জাতিক মঞ্চ কাঁপাল ‘মাই নেম ইজ জান’, কী বললেন অর্পিতা?

সঞ্জয় পাইকার

|

Updated on: Nov 28, 2024 | 11:15 AM

My Name is Jaan: একক এই মিউজিক্যাল নাটক নিয়ে কী ভাবছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যয়? প্রশ্ন করতেই তিনি বলেন, "এই নাটকে আমি গান করেছি, নেচেছি, অভিনয় করেছি। সবকিছু করেছি। বিষয়টা খুব চ্যালেঞ্জিং। প্রত্যেকবার স্টেজে ওঠার আগে ভাবি, পারব তো।"

ভারতে বিপুল জনপ্রিয়তার পর এবার আন্তর্জাতিক মঞ্চ। জার্মানিতে টিভি৯ এর গ্লোবাল সামিটের মঞ্চ কাঁপাল ‘মাই নেম ইজ জান’। অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের একক মিউজিক্যাল নাটক। তিনি নাচলেন, গাইলেন, অভিনয় করলেন। যেন মনে হল, এলেন, অভিনয় করলেন, জয় করলেন। তাঁর একক এই মিউজিক্যাল নাটকে মুগ্ধ দর্শকরা।

নাটকটি পরিচালনা করেছেন অবন্তী চক্রবর্তী। কিংবদন্তি গায়িকা গওহর জানের জীবনের উপর ভিত্তি করে এই নাটক। ভারতে প্রথম যাঁরা ৭৮ আরপিএম রেকর্ডে গান রেকর্ড করেছেন, তাঁদের অন্যতম গওহর জান।

দর্শকরা তাঁর অভিনয়ে মুগ্ধ। কিন্তু, একক এই মিউজিক্যাল নাটক নিয়ে কী ভাবছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যয়? প্রশ্ন করতেই তিনি বলেন, “মাই নেম ইন জান একক মিউজিক্যাল নাটক। গওহর জানের জীবনের উপর ভিত্তি করে। ভারতের প্রথম গ্রামোফোন ভয়েস তিনি। এই নাটকে আমি গান করেছি, নেচেছি, অভিনয় করেছি। সবকিছু করেছি। বিষয়টা খুব চ্যালেঞ্জিং। প্রত্যেকবার স্টেজে ওঠার আগে ভাবি, পারব তো। প্রথমত, আর কোনও অভিনেতা নেই। দ্বিতীয়ত, একইসঙ্গে নাচ, গান, অভিনয়। তার উপর ভারতীয় ক্ল্যাসিক্যাল সঙ্গীত। প্রত্যেকবার নাটকের আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবারের মতো উতরে দিও।”

গওহর জানের জীবনের উপর ভিত্তি করে এই নাটকে অর্পিতা চট্টোপাধ্যায় বিভিন্ন রূপে নিজেকে তুলে ধরেছেন। কখনও হাসছেন, কখনও কাঁদছেন, কখনও গাইছেন। কিংবদন্তি শিল্পীর জীবনকে তুলে ধরেছেন তিনি। একক মিউজিক্যাল এই নাটক তাঁর অভিনয় গুণে জীবন্ত হয়ে উঠেছে। দর্শকদের সেই সময়ের কলকাতা ও গানের জগতে নিয়ে যান অর্পিতা চট্টোপাধ্যায়।

জার্মানির স্টুটগার্টে অর্পিতা চট্টোপাধ্যায়ের এই একক মিউজিক্যাল নাটক নিয়ে টিভি৯ নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা বলেন, “মাই নেম ইজ জান ভারতের গানের জগতের ২০০ বছরের পরম্পরাকে এক সূত্রে বেঁধেছে। ঠুমরি, খেয়াল, টপ্পা, কাজরী, কীর্তন এবং বাংলার লোকগীতিকে উনি এক সূত্রে বেঁধেছেন। অর্পিতাজি আপনাকে ধন্যবাদ। আমি সঙ্গীতের অনেক আসরে গিয়েছি। কিন্তু, এমন অনুভূতি প্রথমবার হল।”

বাংলা, হিন্দি এবং ইংরেজি মিশিয়ে ১০৫ মিনিটের এই নাটক মুগ্ধ করেছে দর্শকদের। মঞ্চের ব্যাকগ্রাউন্ড, আলো, মিউজিক এবং অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় গুণ অবিস্মরণীয় করে তুলেছে এই একক মিউজিক্যাল নাটককে।

 

Published on: Nov 27, 2024 08:22 PM