বছর শুরুতেই চমক, একের পর এক শো নিয়ে হাজির টিম অর্পিতা
My Name Is Jaan: ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী। নাটকের সঙ্গীত নির্দেশক জয় সরকার।
২০২৪-এর অক্টোবর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে ‘মাই নেম ইজ জান’ শো চর্চায়। কিংবদন্তি গওহর জানের জীবনকে ভিত্তি করে নাটক ‘মাই নেম ইজ জান’। নামভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর, ২০২৪ মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এই নাটক ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলেও। শুধু মুম্বই নয়, কলকাতা-সহ একাধিক শহরে এবার মন কাড়ে অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মাই নেম ইজ জান’। ২০২১ সালে মূলত বাংলাতেই দেখা গিয়েছিল এই নাটকটি। তিন বছর পর নতুন রূপে মঞ্চে ফিরে সকলকে তাক লাগিয়েছেন টিম অর্পিতা। ২০২৪-এ যাঁরা এই শো দেখে উঠতে পারেনি বা আবারও দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন, ২০২৫-এ তাঁদের জন্যই রয়েছে সুখবর। বছর শুরুতেই একগুচ্ছ শো নিয়ে আসছে মাই নেম ইজ জান।
এই নাটকের উপস্থাপনা অন্যান্য নাটকের থেকে অনেকাংশেই ভিন্ন। ‘মাই নেম ইজ জান’ গোটা বিশ্বের দরবারে দর্শকদের মন জয় করছে। নাচ, গান, অভিনয়, সূত্রধর, সবটাই একা হাতে যেভাবে সামলাচ্ছেন অর্পিতা, তা সত্যি প্রশংসার। দর্শক আসনে প্রায় ২ ঘন্টা সকলকে বসিয়ে রাখার ক্ষমতা রাখে টিম অর্পিতা। নাটকের মিউজিক্যাল যে জার্নি, তাও থিয়েটার দর্শকদের স্বাদ বদল করে চলেছে। যাঁরা দেখেছেন, তাঁরা আরও এবার দেখার অপেক্ষায়, যাঁরা দেখেননি, তাঁরা একাধিকবার ‘মাই নেম ইজ জান’ দেখার অনুরোধ রেখেছিলেন।
‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী। নাটকের সঙ্গীত নির্দেশক জয় সরকার।
আগামীতে কবে-কোথায় ‘মাই নেম ইজ জান’ নাটক?
১৮ জানুয়ারি, শ্রীরাম সেন্টার ফর পারফর্মিং আর্ট, দিল্লি
২৪ জানুয়ারি, শিল্পকলা ভেদিকা, হায়দরাবাদ
২৩ ফেব্রুয়ারি, জিডি বিড়লা, কলকাতা