‘ও আমার মেয়ের মতো…’, মঞ্চে অর্পিতাকে দেখে বাকরুদ্ধ চিরঞ্জিত
My Name Is Jaan: একাকী নাটকে এভাবে সকলের নজর কাড়া যায়, তা যেন বিশ্বাসই করতে পারছিলেন না চিরঞ্জিত চট্টোপাধ্যায়। প্রায় এক মাস আগে থেকে অর্পিতা চট্টোপাধ্যায় অভিনেতাকে অনুরোধ করেছিলেন তিনি এই নাটকটি দেখার। কথা রাখলেন চিরঞ্জিত।
শুক্রবার কলকাতার বুকে হয়ে গেল ‘মাই নেম ইজ জান’ নাটক। মঞ্চে প্রায় দু’ঘন্টা ধরে সকলের দৃষ্টি আকর্ষণ করে রাখলেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। লাইভ নাচে, গানে, অভিনয়ে দর্শকদের মন জিতে নিলেন অর্পিতা। দর্শক আসনে এদিন উপস্থিত ছিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। উপস্থিত ছিলেন রূপম ইসলাম, অলকানন্দা রায়, বিক্রম ঘোষ, জয়া শীল, আরেফিন শুভ, সুজন মুখোপাধ্যায়, সৌমিক সেন প্রমুখ। প্রত্যেকেই শো শেষে অর্পিতাকে প্রশংসার ভরিয়ে দিলেন। একাকী নাটকে এভাবে সকলের নজর কাড়া যায়, তা যেন বিশ্বাসই করতে পারছিলেন না চিরঞ্জিত চক্রবর্তী। প্রায় এক মাস আগে থেকে অর্পিতা চট্টোপাধ্যায় অভিনেতাকে অনুরোধ করেছিলেন তিনি এই নাটকটি দেখার। কথা রাখলেন চিরঞ্জিত।
‘মাই নেম ইজ জান’ দেখে মুগ্ধ তিনি। বাকরুদ্ধ। TV9 বাংলাকে বললেন, “আমার কথা বলতে ইচ্ছে করছে না আমার ওটার মধ্যেই থাকতে ইচ্ছে করছে। ওতো আমার মেয়ের মতো। আমায় ভীষণ ভালবাসে। আমি যখন আমেরিকাতে ছিলাম, তখন থেকেই ও আমায় বলে চলেছে– ‘দেখতে হবে, দেখতে হবে’। সেই কারণে আজ আসা। সত্যি বলছি, আমি কল্পনাই করতে পারছি না, এত ভাল, এত ভাল। মঞ্চে ওকে দেখতে লাগছে পুরো পরী। তার সঙ্গে ওর গান। গানটা ও ভাল গায় আমি জানতাম, কিন্তু এত ভাল গায়…। অর্পিতাকে নিয়ে আমার আশা অনেকটা বেড়ে গেল। আজ যা দেখলাম তা ভাবতেই পারছি না। কল্পনাও করতে পারিনি যে আমার মেয়েটা এত ভাল।”
প্রসঙ্গত, গওহর জান নাটক যাঁরা শুক্রবার জিডি বিড়লাতে গিয়ে দেখে উঠতে পারলেন না, তাঁদের জন্য সুখবর। ৯ ফেব্রুয়ারিতে কলামন্দিরে আবারও অনুষ্ঠিত হতে চলেছে গওহর জান-এর জীবনী নির্ভর নাটক মাই নেম ইজ জান। কলকাতায় আরও একটি শো রয়েছে, ২৩ ফেব্রুয়ারি, জিডি বিড়লা সভাঘরে। গওহর জানের জীবনকে ভিত্তি করে নাটক ‘মাই নেম ইজ জান’। ‘স্টুডিয়ো নাইন’-এর উদ্যোগে ২৫ অক্টোবর মুম্বইয়ের বাল গান্ধর্ব রঙ্গ মন্দির অডিটোরিয়ামে এই বছরের প্রথম শো মঞ্চস্থ হয়। উপস্থিত ছিলেন বলিউড তারকা অনুপম খের, টিভিনাইন নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এই নাটক ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলেও।
এই নাটকের উপস্থাপনা অন্যান্য নাটকের থেকে অনেকাংশেই ভিন্ন। ‘মাই নেম ইজ জান’ গোটা বিশ্বের দরবারে দর্শকদের মন জয় করছে। নাচ, গান, অভিনয়, সূত্রধর, সবটাই একা হাতে যেভাবে সামলাচ্ছেন অর্পিতা, তা সত্যি প্রশংসার। দর্শক আসনে প্রায় ২ ঘন্টা সকলকে বসিয়ে রাখার ক্ষমতা রাখে টিম অর্পিতা। নাটকের মিউজিক্যাল যে জার্নি, তাও থিয়েটার দর্শকদের স্বাদ বদল করে চলেছে। যাঁরা দেখেছেন, তাঁরা আরও এবার দেখার অপেক্ষায়, যাঁরা দেখেননি, তাঁরা একাধিকবার ‘মাই নেম ইজ জান’ দেখার অনুরোধ রেখেছিলেন।
আগামীতে কবে-কোথায় ‘মাই নেম ইজ জান’ নাটক?
১৮ জানুয়ারি, ২০২৫- শ্রীরাম সেন্টার, দিল্লি
২৪ জানুয়ারি ২০২৫– হায়দরাবাদ
৯ ফেব্রুয়ারি ২০২৫- কলামন্দির, কলকাতা
২৩ ফেব্রুয়ারি ২০২৫- জিডি বিড়লা অডিটোরিয়াম, কলকাতা