বেডরুমে আচমকাই ক্যাটরিনা, প্রথম আলাপেই কী ঘটে?

জয়িতা চন্দ্র | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 21, 2025 | 11:09 AM

অনেকেই চাইতেন এই জুটি যদি বাস্তবে একসঙ্গে থাকেন। একটা সময় তাঁদের সম্পর্কের গুঞ্জনও ছিল তুঙ্গে। তবে তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। কারণ একটাই।

বেডরুমে আচমকাই ক্যাটরিনা, প্রথম আলাপেই কী ঘটে?

Follow Us

২০২৩ সালে টাইগার থ্রি ছবিতে শেষ ঝড় তুলতে দেখা গিয়েছিল সলমন খান ও ক্যাটরিনা কইফকে। যদিও পরবর্তীতে তাঁরা এক সঙ্গে কাজ করছেন কি না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে ভক্তমনে। অনেকেই চাইতেন এই জুটি যদি বাস্তবে একসঙ্গে থাকেন। একটা সময় তাঁদের সম্পর্কের গুঞ্জনও ছিল তুঙ্গে। তবে তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। কারণ একটাই।

ক্যাটরিনার জীবনে প্রথমে আসেন রণবীর কাপুর, পরবর্তীতে আসেন ভিকি কৌশল। এখন তিনি বিবাহিত। যদিও তাঁর ও সলমন খানের সম্পর্কের গল্প এক কথায় সিনেমার মতো। শুনে রীতিমত অবাক হতে হয়। সবটা বোঝার পর সলমন খান স্থির করেছিলেন, এই ভুল তাঁরা আর কোনওদিন করবেন না। তবে থেকেই টাকার প্রতি বিশেষ যত্নশীল হয়ে পড়েন তিনি।

সেই সময় অজান্তেই সলমন খানের ঘরে ঢুকে পড়েন তিনি। সেই সময় বাথরুম থেকে বেরিয়েছিলেন ভাইজান। ক্যাটকে ঘরে দেখে চমকে যান তিনি। পাল্টা ক্যাটরিনাও অবাক হয়ে যান। বুঝতে পারেন না সেই সময় তাঁর ঠিক কী করা উচিত। এরপরই বাড়ে যোগাযোগ। তারপরই সলমন খান স্থির করেন ক্যাটরিনাকে বলিউডে ডেবিউ করাবেন।

এরপর থেকেই এই জুটির সফর শুরু। যদিও ক্যাটরিনা ও সলমন খানকে নিয়ে বহু জল্পনা বর্তমান। যদিও একটা সময় শোনা গিয়েছিল জুটির মধ্যে বাড়ছে দূরত্ব। আরবাজ় খান জানিয়েছিলেন, সলমন খানের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হল সঙ্গম ছাড়া এক মাস থাকা। সলমন খান পাশ থেকে বলে বসেছিলেন, এসব কী বলা হচ্ছে।