প্রেমিক মানুষ গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। ৩১ বছরের জীবনে তাঁর প্রেমিকার সংখ্যা কম নয়। এর মধ্যে বেশ কিছুজন আবার টলিউডের সঙ্গে সম্পর্কযুক্ত। এর মধ্যে রয়েছেন ইমন চক্রবর্তী, স্বস্তিকা দত্ত ও সাম্প্রতিক কালে সোহিনী সরকার। প্রায় এক বছর ধরে সোহিনীর সঙ্গে প্রেম করছেন শোভন। এও শোনা যাচ্ছে, এই বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। সোহিনীর ঠিক আগেই স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। কেন ভেঙেছিল তাঁদের প্রেম?
টলিপাড়ায় রটেছিল প্রাক্তন ইমন চক্রবর্তীর সঙ্গে শোভনের পুনরায় বন্ধুত্বই নাকি পছন্দ হয়নি স্বস্তিকার। সেই কারণেই সম্পর্ক থেকে সরে আসেন তিনি। সত্যিই কি তাই? এ নিয়ে টিভিনাইন বাংলা সরাসরি যোগাযোগ করেছিল ইমনের সঙ্গে। আজ যখন শোভন ও সোহিনীর প্রেম নিয়ে চারিদিকে এত চর্চা তখন ফিরে দেখা যাক, সেই ঘটনা। কী বলেছিলেন তখন ইমন? তাঁর কথায়, “আমি চাই ওঁরা ভাল থাকুক। তখনও শোভনের ভাল চেয়েছি এখনও ভাল চাই। স্বস্তিকার-শোভন দু’জনের সঙ্গেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি জানি না ব্রেকআপ হয়েছে কিনা, আমি চাই না হোক। আর যা রটেছে আমি জাস্ট পাত্তাও দিতে চাই না। আই অ্যাম হ্যাপিলি ম্যারেড উইথ অ্যা পারফেক্ট হাজব্যান্ড।”
এমনকি স্বস্তিকাও দাবি করেছিলেন, যা রটেছে তা নেহাতই রটনা। আদপে এমন কিছু ঘটেনি। সে যাই হোক, সম্পর্ককে এখনও অফিসিয়াল তকমা দেননি শোভন ও সোহিনী। কবে তাঁরা সেটি করেন, এখন সেটাই দেখার।