অসুস্থতার কারণে চেহারার এই হাল ঐশ্বর্যর! কোন গোপন তথ্য এল প্রকাশ্যে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 26, 2024 | 1:39 PM

Aishwarya Rai Bachchan: বডি শেমিং নিয়ে ইদানীং সিনেমা পাড়ায় খুবই হইচই। টলিপাড়ার তারকারা তো রীতিমতো বডিশেমিংয়েপ প্রকাশ্যে বিরোধিতা করেন। অন্য দিকে বলিপাড়ার নায়িকাদের চেহারায় যদিও একটু এদিক ওদিক হয় তাহলে তো কোনও কথাই নেই। সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের চেহারাকে কেন্দ্র করে বিস্তর আলোচনা শুরু হয়েছে। সকলের প্রশ্ন রাইসুন্দরী মুখে কী এমন করিয়েছেন যে এই অবস্থা হয়েছে?

অসুস্থতার কারণে চেহারার এই হাল ঐশ্বর্যর! কোন গোপন তথ্য এল প্রকাশ্যে?

Follow Us

বডি শেমিং নিয়ে ইদানীং সিনেমা পাড়ায় খুবই হইচই। টলিপাড়ার তারকারা তো রীতিমতো বডিশেমিংয়েপ প্রকাশ্যে বিরোধিতা করেন। অন্য দিকে বলিপাড়ার নায়িকাদের চেহারায় যদিও একটু এদিক ওদিক হয় তাহলে তো কোনও কথাই নেই। সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের চেহারাকে কেন্দ্র করে বিস্তর আলোচনা শুরু হয়েছে। সকলের প্রশ্ন রাইসুন্দরী মুখে কী এমন করিয়েছেন যে এই অবস্থা হয়েছে? সম্প্রতি প্যারিসের ফ্যাশন শো-এ ব়্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে নায়িকাকে।

লাল রঙের একটি গাউন পরেছিলেন তিনি। যা নিয়ে শুরু হয় বিস্তর আলোচনা। অনেকে নায়িকাকে সমালোচনা করতেও ছাড়েননি। এরই মাঝে ছড়িয়ে পড়েছে ‘রেডিইট’-এর একটি পোস্ট। যেখানে বলা হচ্ছে কঠিন কোনও রোগের সঙ্গে লড়াই করছেন ঐশ্বর্য। যে কারণে, তিনি ডায়েট করতে পারছেন না। তাই তাঁকে কটাক্ষ করে কোনও কথাই বলা উচিত নয়।

সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল এমনই একটি পোস্ট। যেখানে দেখা যাচ্ছে এক মহিলা লিখেছেন, “আমার এক বন্ধু বলিউডেই কাজ করেন। সে বলেছে ঐশ্বর্য শারীরিক অসুস্থতায় ভুগছেন গত কয়েক বছর ধরে যেটা আমি বলতে চাই না প্রকাশ্যে। যে কারণে, উনি কড়া ডায়েট মেনে চলতে পারেন না। এমনকি অন্যান্য বলি তারকাদের মতো ওজন ঝরনোর ওষুধও খেতে পারেন না। এখানে ওনার স্টাইলিস্টের কোনও দোষ নেই। উনি নিজের চেহারা নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভোগেন। ঐশ্বর্যর স্টাইলিস্টের তাঁর কথা শোনা ছাড়া আর কোনও উপায় নেই। এমনকি হাতকাটা পোশাক পরতেও স্বচ্ছন্দ্য নন অভিনেত্রী।”

সেই সঙ্গে অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদ প্রসঙ্গেও বিস্ফোরক তথ্য দিয়েছেন তিনি। সেই প্রোফাইল থেকে লেখা হয়েছে “বচ্চন পরিবারের জন্য নয় নায়িকার বিয়ে ভাঙছে নাকি শুধুমাত্র অভিষেকের জন্যই।” তবে এই পোস্টের যে কতটা সত্যতা রয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Next Article