পরকীয়ায় স্বামীর নাম! জীবন থেকে যিশুকে চিরতরে মুছলেন নীলাঞ্জনা?

Jul 27, 2024 | 9:44 PM

সম্পর্কটা আজকের নয়, দীর্ঘ কুড়ি বছরের বিবাহিত জীবন তাঁদের। তবে সেই সম্পর্ক যে আর আগের মতো নেই, সে ইঙ্গিত পাওয়া গিয়েছে আগেই। কথা হচ্ছে টলিউডের একদা পাওয়ার কাপল হিসেবে পরিচিত যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের। শোনা যাচ্ছে, মুম্বইয়ের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন যিশু।

পরকীয়ায় স্বামীর নাম! জীবন থেকে যিশুকে চিরতরে মুছলেন নীলাঞ্জনা?

Follow Us

সম্পর্কটা আজকের নয়, দীর্ঘ কুড়ি বছরের বিবাহিত জীবন তাঁদের। তবে সেই সম্পর্ক যে আর আগের মতো নেই, সে ইঙ্গিত পাওয়া গিয়েছে আগেই। কথা হচ্ছে টলিউডের একদা পাওয়ার কাপল হিসেবে পরিচিত যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের। শোনা যাচ্ছে, মুম্বইয়ের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন যিশু। সেনগুপ্ত পরিবারেও যে সেই খবর এসে পৌঁছেছে সে আভাস পাওয়া গিয়েছিল আগেই। জীবন থেকে সেনগুপ্ত পদবী সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা। মেয়ে সারা বাবাকে আনফলো করেছে। এখানেই শেষ নয়, এবার নীলাঞ্জনা দিলেন আরও এক ‘ব্রেকিং’। জীবন থেকে কার্যত যেন সরিয়েই দিলেন যিশুকে। বাদ দিলেন ‘পরিবার’ থেকেও। কীভাবে?

ইনস্টা স্টোরিতে এক ‘সুখী পরিবারের’ ছবি তিনি শেয়ার করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে হাত ধরাধরি করে রয়েছে তিন মিষ্টি টেডিবিয়ার। হ্যাশট্যাগে নীলাঞ্জনা লিখেছেন, ‘নিনি চিনির মা’। দুই মেয়ে নিনি ও চিনিকে (সারা-জ়ারার ডাক নাম) ট্যাগও করেছেন তিনি। তবে সেই ‘সুখী পরিবার’-এ কোথায় দেখা নেই যিশুর। এরপরই নেটিজেনদের একটা বড় অংশের ধারণা, জীবন থেকে যিশুর যাবতীয় অস্তিত্ব মুছে ফেলার বার্তাই যেন দিচ্ছেন নীলাঞ্জনা।

প্রসঙ্গত, যিশু ও নীলাঞ্জনার সম্পর্কের অবনতি নিয়ে কম জলঘোলা হচ্ছে না। শোনা যাচ্ছে, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে নীলাঞ্জনা নাকি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন। যদিও এ নিয়ে যিশু বা নীলাঞ্জনা কেউই মুখ খোলেননি। তবে পাশে দাঁড়িয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী মহুয়া। নীলাঞ্জনাকে ট্যাগ করে কিছু দিন আগে এক পোস্ট করেন তিনি। সেখানে মহুয়া দেন পাশে থাকার বার্তা

 

সেই পোস্ট 

Next Article