গান গাইতে গাইতে মঞ্চেই বড় দুর্ঘটনা দিলজিতের! আহমেদাবাদের কনসার্টে কী হল?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 21, 2024 | 3:06 PM

দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, লখনউয়ে দুর্দান্ত কনসার্টের পর সম্প্রতি আহমেদাবাদে অনুষ্ঠান করেন গায়ক দিলজিত্‍ দোসাঞ্ঝ। এমনিতে পঞ্জাবি রকস্টারের অনুরাগীর সংখ্যা খুব একটা কম নয়। আহমেদাবাদে দিলজিতের শো দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনেকে। বুঁদ হয়ে গায়কের গান শুনছিলেন সবাই। আচমকাই স্টেজে ঘটল ঘটনাটা।

গান গাইতে গাইতে মঞ্চেই বড় দুর্ঘটনা দিলজিতের! আহমেদাবাদের কনসার্টে কী হল?

Follow Us

দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, লখনউয়ে দুর্দান্ত কনসার্টের পর সম্প্রতি আহমেদাবাদে অনুষ্ঠান করেন গায়ক দিলজিত্‍ দোসাঞ্ঝ। এমনিতে পঞ্জাবি রকস্টারের অনুরাগীর সংখ্যা খুব একটা কম নয়। আহমেদাবাদে দিলজিতের শো দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনেকে। বুঁদ হয়ে গায়কের গান শুনছিলেন সবাই। আচমকাই স্টেজে ঘটল ঘটনাটা। গান গাইতে গাইতে মঞ্চেই পড়ে গেলেন দিলজিত্‍। অনেক সময় অনেক তারকার ক্ষেত্রেই এমন দৃশ্য দেখা যায়। অনেক বারই এমন ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে অনেক সময় ব়্যাম্পে হাঁটতে গিয়ে হোঁচট খেয়েছেন কোনও এক নামি সুপার মডেল। অভিনেত্রী কাজলের পড়ে যাওয়ার ঘটনা তো হামেশাই ঘটতে থাকে। এবার গান গাইতে উঠে সেই একই কাণ্ড হল দিলজিতের সঙ্গে। হোঁচট খেয়ে মঞ্চেই পড়ে গেলেন গায়ক।

১৭ নভেম্বর আহমেদাবাদের কনসার্টে গায়কের পারফরম্যান্সের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শেয়ার হতে থাকে দ্রুত। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে মঞ্চের চারিপাশে গান গাইতে গাইতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমনই ঘুরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তার পর অবশ্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান তিনি এবং পারফর্ম করতে থাকেন। তবে নিজের টিমের বাকি গায়কদের থামাতে বলেন। আয়োজকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন তিনি। দিলজিত্‍ বলেন, “আপনারা এথানে আগুন জ্বালান, সেটা করবেন না। মঞ্চে তেল ছিটকে আসে।” যদিও গায়কের পড়ে যাওয়াকে তাঁর অনুরাগীরা শুভ ইঙ্গিত বলেই মনে করেছেন।

উল্লেখ্য, হায়দরাবাদে শো-এর আগে বিতর্কে জড়িয়েছিলেন গায়ক। তেলেঙ্গানা সরকারের তরফে আইনি নোটিস পাঠানো হয় দিলজিত্‍-কে। কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয় গায়ককে। তিনি যেন খবরদার মদ-মাংসের প্রচার না করেন। চণ্ডীগড়ের এক অধ্যাপক দিলজিতের কনসার্ট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, “পাঞ্জাবি পপস্টারের লাইভ শোয়ের গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে।” শুধু তাই নয় এই অভিযোগ পত্রে সঙ্গে একটি ভিডিয়োও জুড়ে দেন তিনি। সেই ভিডিয়োয় নাকি দেখা গিয়েছে গায়ক মাদক এবং হিংসার প্রচার করছেন। সেই অভিযোগের ভিত্তিতেই নোটিস জারি করে তেলঙ্গানা সরকার।

Next Article