ধীরে-ধীরে রাম হয়ে উঠছেন রণবীর, প্রকাশ্যে গোপন ভিডিয়ো, কেমন দেখতে লাগছে?
Viral Video: একদিকে যেমন ছবির সেট নিয়ে কাজ শুরু হয়, তেমনই অন্যদিকে প্রস্তুতি এখন তুঙ্গে রণবীর কাপুরের। সেই ভিডিয়ো এবার এল সামনে। পাহাড় চড়া থেকে শুরু করে পেশি তৈরি, সাঁতার কাটা, তালিকা থেকে বাদ পড়ছে না সাঁতারও। পাল্টাচ্ছে রণবীরের শরীরের গঠনও।
রণবীর কাপুর, বলিউডের অন্যতম দাপুটে স্টার। যাঁকে নিয়ে নিত্য জল্পনা ওঠে তুঙ্গে। বলিউডে আসছে রামায়ণ। এই খবর গত কয়েকমাস ধরেই বলিউডের হাওয়ায় ভাসছে। পরিচালক নীতিশ তিওয়ারি এই ছবি বানাতে চলেছেন। সেখানেই শ্রী রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। সম্প্রতি শুরু হয়ে গেল সেই ছবির কাজ। ৪ এপ্রিল শুরু হয়েছে কাজ। সেট নির্মাণ করা হচ্ছে ভীষণ যত্ন সহকারে। একদিকে যেমন ছবির সেট নিয়ে কাজ শুরু হয়, তেমনই অন্যদিকে প্রস্তুতি এখন তুঙ্গে রণবীর কাপুরের। সেই ভিডিয়ো এবার এল সামনে। পাহাড় চড়া থেকে শুরু করে পেশি তৈরি, সাঁতার কাটা, তালিকা থেকে বাদ পড়ছে না সাঁতারও। পাল্টাচ্ছে রণবীরের শরীরের গঠনও।
View this post on Instagram
প্রসঙ্গত, প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ছবিতে সীতার ভূমিকায় অভিন করবেন আলিয়া ভাট। তবে আলিয়া কয়েক সপ্তাহ আগেই এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। জানিয়েছিলেন, তাঁর তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। তারপর থেকে আরও এক খবর এই ছবি ঘিরে ভাইরাল, যে অভিনেত্রী অর্থাৎ সীতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণীস্টার সাঁই পল্লবী।
তবে এবার খবর এখানেই সীমিত নয়। শোনা যাচ্ছে বলিউডের রাম হয়ে উঠতে নাকি প্রস্তুতি নিচ্ছেন রণবীর কাপুর। নিজেকে নিজে দিয়েছেন একগুচ্ছ চ্যালেঞ্জ। তিনি নাকি মদ, মাসং ছোঁবেন না, রামের মতো নিজেকে শুদ্ধ রাখতে চান ছবি চলাকালিন, তিনি চান ততটাই পবিত্র ভিতর থেকে অনুভব করতে। আর ঠিল সেই কারণেই তিনি স্থির করেছেন মদ ও মাংস থেকে নিজেকে সরিয়ে নেবেন। এখানেই ইতি নয়, কইমই.কম সূত্রে খবর, তিনি নাকি এই শপথ নিয়েছেন, দর্শকদের নজর কাড়তে, এমনটা মোটেও সত্যি নয়। তিনি এই চরিত্রে অভিনয় করার সময় এই চরিত্রকে শ্রদ্ধা জানাতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছে। তারমানে এটাও স্পষ্ট হয়ে যায় যে এই ছবিতে অভিনয় করা কালিন তিনি কোনও রাত পার্টিতেও যাবেন না, থাকবেন না কোনও মদ্যপানের আসরেও।