যার জন্য বিয়ে করেননি সলমন, সেই নারীই বললেন: ‘এখনও ফিরতে পারি’

Jan 29, 2024 | 7:28 PM

Salman Wedding: কেউ বলেছেন, 'তিনি লিভইনে দিব্যি আছেন'। সলমন খান একাধিকবার বলেছেন 'আমি একা নেই'। সম্পর্কে থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি বহুবার। কখনও সামনে উঠে এসেছে ঐশ্বর্য রাই বচ্চনের নাম, কখনও আবার উঠে এসেছে ক্যাটরিনা কইফের নাম।

1 / 8
আজীবন যেন সলমনকে ঘিরে এই প্রশ্ন সকলের মনে থেকে যাবে, যে তিনি বিয়ে করছেন। কবে সলমন খানের বিয়ের সানাই বাজবে। নানা সময় নানা মত সামনে উঠে আসতে দেখা গিয়েছে।

আজীবন যেন সলমনকে ঘিরে এই প্রশ্ন সকলের মনে থেকে যাবে, যে তিনি বিয়ে করছেন। কবে সলমন খানের বিয়ের সানাই বাজবে। নানা সময় নানা মত সামনে উঠে আসতে দেখা গিয়েছে।

2 / 8
কেউ বলেছেন, তিনি লিভইনে দিব্যি আছেন। সলমন খান একাধিকবার বলেছেন 'আমি একা নেই'। সম্পর্কে থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি বহুবার।

কেউ বলেছেন, তিনি লিভইনে দিব্যি আছেন। সলমন খান একাধিকবার বলেছেন 'আমি একা নেই'। সম্পর্কে থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি বহুবার।

3 / 8
কখনও সামনে উঠে এসেছে ঐশ্বর্য রাই বচ্চনের নাম, কখনও আবার উঠে এসেছে ক্যাটরিনা কইফের নাম। যা নিয়ে আজও জল্পনা, চর্চা তুঙ্গে।

কখনও সামনে উঠে এসেছে ঐশ্বর্য রাই বচ্চনের নাম, কখনও আবার উঠে এসেছে ক্যাটরিনা কইফের নাম। যা নিয়ে আজও জল্পনা, চর্চা তুঙ্গে।

4 / 8
তবে সলমন খান এবার প্রকাশ্যে জানিয়ে দিলেন তিনি কার জন্য বিয়ে করেননি। শুনলে অবাক হবেন। তিনি আর কেউ নন ভারতী সিং। কমেডিয়ানকেই মন দিয়েছিলেন তিনি?

তবে সলমন খান এবার প্রকাশ্যে জানিয়ে দিলেন তিনি কার জন্য বিয়ে করেননি। শুনলে অবাক হবেন। তিনি আর কেউ নন ভারতী সিং। কমেডিয়ানকেই মন দিয়েছিলেন তিনি?

5 / 8
সলমন খানকে তিনি প্রশ্ন করেন, কবে বিয়ে করছেন তিনি? কবে বিয়ের পিঁড়িতে বসবেন, সলমন হাসি মুখে বলেন- ''যখন তুমি চলে গেলে স্থির করলাম আর কোনওদিন বিয়ে করব না।''

সলমন খানকে তিনি প্রশ্ন করেন, কবে বিয়ে করছেন তিনি? কবে বিয়ের পিঁড়িতে বসবেন, সলমন হাসি মুখে বলেন- ''যখন তুমি চলে গেলে স্থির করলাম আর কোনওদিন বিয়ে করব না।''

6 / 8
কথা শুনে অবাক হয়ে ভারতী বলে বসে, চাইলেই আমি ফিরে আসতে পারি। তারপরই সুর বদল করলেন ভাইজান। জানালেন, না, এখন আর না।

কথা শুনে অবাক হয়ে ভারতী বলে বসে, চাইলেই আমি ফিরে আসতে পারি। তারপরই সুর বদল করলেন ভাইজান। জানালেন, না, এখন আর না।

7 / 8
বিগ বসের মঞ্চে ঘটা এই মজার ঘটনা সকলে মিলে বেজায় উপভোগ করছেন। ভিডিয়ো ক্লিপিং এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতীর সঙ্গে বরাবরই সলমনের মজার সম্পর্ক।

বিগ বসের মঞ্চে ঘটা এই মজার ঘটনা সকলে মিলে বেজায় উপভোগ করছেন। ভিডিয়ো ক্লিপিং এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভারতীর সঙ্গে বরাবরই সলমনের মজার সম্পর্ক।

8 / 8
সলমন খানের সঙ্গে খুব একটা মজা করার সাহস কেউ দেখান না। তবে ভারতীর কাছে প্রায় সকলেই এক। তিনি মন খুলে সকলের সঙ্গে মজা-আড্ডায় মেতে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না।

সলমন খানের সঙ্গে খুব একটা মজা করার সাহস কেউ দেখান না। তবে ভারতীর কাছে প্রায় সকলেই এক। তিনি মন খুলে সকলের সঙ্গে মজা-আড্ডায় মেতে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না।

Next Photo Gallery