সারার জীবনে বিশেষ দিন, পাশে নেই যিশু! খুশিতে কাঁদলেন নীলাঞ্জনা

Aug 11, 2024 | 7:38 PM

বিগত বেশ কিছু সময় ধরে যিশুর জীবনে তৃতীয় ব্যক্তির আগমনের ঘটনা নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। শোনা যাচ্ছে নিজের আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি কেউই। সমাজমাধ্যমেও নিজেকে নিষ্ক্রিয় করে রেখেছেন যিশু সেনগুপ্ত।

সারার জীবনে বিশেষ দিন, পাশে নেই যিশু! খুশিতে কাঁদলেন নীলাঞ্জনা

Follow Us

যিশু সেনগুপ্তের পরকীয়ায় নাম জড়িয়েছে। এর পর থেকে সামাজিক মাধ্যমে তাঁর অস্তিত্বই যেন কার্যত অস্বীকার করছেন স্ত্রী-মেয়ে। মেয়ে সারা সেনগুপ্ত ইনস্টাগ্রামে বাবাকে আনফলো করেছেন। মাকে জড়িয়ে দিয়েছেন নানা পোস্ট। ওদিকে নীলাঞ্জনাও জানিয়ে দিয়েছেন জীবনে বেঁচে থাকার শক্তি তাঁর মেয়েরাই। এবার সারার জীবনে বিশেষ দিনেও দেখা মিলল না যিশু সেনগুপ্তের। বরং পাশে ঢালের মতো দাঁড়িয়ে ছিলেন মা নীলাঞ্জনা। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে র‍্যাম্পওয়াক করতে দেখা গিয়েছিল সারাকে। সঙ্গে গিয়েছিলেন মা নীলাঞ্জনা। এর আগেও র‍্যাম্পে হেঁটেছেন সারা। দ্বিতীয়বার আবারও তাঁকে ওই রূপে দেখে আবেগঘন তিনি। চোখ দিয়ে বইতে দেখা যায় আনন্দাশ্রুও।

নীলাঞ্জনাকে প্রশ্ন করা হয়, ‘সারাকে নিয়ে কী স্বপ্ন দেখেন তিনি?” তাঁর সাফ জবাব, “আপাতত সারাকে নিয়ে আমার একটাই স্বপ্ন তা হল, সারার যাবতীয় স্বপ্ন যেন সত্যি হয়। ও যা ইচ্ছে তাই যেন পূরণ হয়।” মায়ের ইচ্ছের কথা শুনে আবেগে আপ্লুত সারাও। এর আগে সারার র‍্যাম্পওয়াকের সময় নিজেই পোস্ট করেছিলেন যিশু। গর্বিত বাবার মতো জানিয়েছিলেন, তিনি কতটা খুশি। তবে না, এবার দেখা যায়নি এমনটা। দূরত্ব যে বেড়েছে, সে আভাসই মিলছে বলে দাবি করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, বিগত বেশ কিছু সময় ধরে যিশুর জীবনে তৃতীয় ব্যক্তির আগমনের ঘটনা নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। শোনা যাচ্ছে নিজের আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেননি কেউই। সমাজমাধ্যমেও নিজেকে নিষ্ক্রিয় করে রেখেছেন যিশু সেনগুপ্ত।

 

Next Article