‘এক সন্ধের জন্য যৌনতা, তারপরই…’, নিজের কোন স্বভাব স্বীকার করলেন শাহরুখ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 06, 2024 | 3:46 PM

shahrukh Secret: শাহরুখ কি কোনওদিন ঠকিয়েছিলেন গৌরীকে? কোনওদিনও জড়িয়ে পড়েছিলেন অন্য সম্পর্কে? প্রিয়াঙ্কার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। শোনা যায় তাঁরা নাকি গোপনে বিয়েও করেছিলেন। প্রতারণা নিয়ে বহু বছর আগে শাহরুখ কী বলেছিলেন?

এক সন্ধের জন্য যৌনতা, তারপরই..., নিজের কোন স্বভাব স্বীকার করলেন শাহরুখ

Follow Us

১৯৯১ সালে বিয়ে হয় গৌরী খান ও শাহরুখ খানের। প্রেমের বিয়ে, তখনও কিং খান ‘কিং’ হয়ে ওঠেননি। না ছিল ‘মন্নত’, না ছিল তাঁর সুবিশাল রাজ্যপাট। এমতাবস্থায় হাত ধরেছিলেন গৌরী। শাহরুখ কি কোনওদিন ঠকিয়েছিলেন গৌরীকে? কোনওদিনও জড়িয়ে পড়েছিলেন অন্য সম্পর্কে? প্রিয়াঙ্কার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। শোনা যায় তাঁরা নাকি গোপনে বিয়েও করেছিলেন। প্রতারণা নিয়ে বহু বছর আগে শাহরুখ কী বলেছিলেন?

তাঁর কথায়, তিনি প্রতারণা করেন না। কোনওদিন কাউকে পয়সা- ভালবাসা নিয়ে ঠকাননি। খেলা করেননি আবেগ নিয়েও। তবে তিনি আরও বলেছিলেন তিনি নাকি কাউকে নাও বলতে পারেন না। তাহলে? তাঁর কথায়, “আমি খুবই সৌজন্য সচেতন এক মানুষ। আমার সমস্যা হল আমি কিছুতেই কাউকে না বলতে পাড়ি না। আমি যাঁদের সঙ্গে থাকতে চাইও না তাঁদেরকেও আমি তাড়িয়ে দিতে পাড়ি। যদিও এক সন্ধের জন্য যৌন সম্পর্ক, আর তারপরেই তাঁকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া এও আমার পক্ষে সম্ভব নয়।”

এখানেই না থেমে শাহরুখ আরও বলেছিলেন, “আমার যা বয়স তাতে করে অন্য সম্পর্কে জড়াকে লোকেই বলবে মিথ্যে বলছে।” বহু বছর আগে নাকি স্ত্রীকে এক প্রতিজ্ঞা করেছিলেন তিনি। সে কথাও সেই সাক্ষাৎকারে বলেছিলেন এসআরকে।

কোনও পার্টিতে কোনও মহিলা এসে গৌরীকে এই কথা বলবেন না যে, আমি তোমার থেকেও ভাল চিনি শাহরুখকে। তিনি বলেছিলেন, “মন থেকে এই প্রতিজ্ঞা আমি করেছিলাম। অনেক মেয়ের সঙ্গে কাজ করেছি যাদের আমি ভালবাসি। কিন্তু শারীরিক চাহিদা এখানে মুখ্য নয়।” স্ত্রী সঙ্গে আজও একই ভাবে ভালবাসায় রয়েছেন এসআরকে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি প্রবেশের গুঞ্জনও আজ তলানিতে। দুই ছেলে এক মেয়ে নিয়ে তাঁদের ভরা সংসার।

Next Article
‘কী ভয়াবহ মার, চিরঞ্জিত, রঞ্জিতদের দেখেই…’, কোন রহস্য ফাঁস করেন দীপঙ্কর
কী কারণে আজও অবিবাহিত পায়েল? সিক্রেট জানলেন অবাক হবেন…