ভাল নেই শাহরুখ, চিকিৎসার জন্য তড়িঘড়ি দেশ ছাড়ছেন বাদশা…

Jul 30, 2024 | 4:02 PM

Shah Rukh Khan: আইপিএল-এ নিজের টিমকে কথা দিয়েছিলেন প্রতিটা ম্যাচে তিনি মাঠে থাকবেন, থেকেওছিলেন। যদিও তারই মাঝে ঘটেছিল বিপত্তি। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিং খান। তার কয়েকমাস যেতে না যেতেই এবার চোখের সমস্যা নিয়ে জেরবার শাহরুখ।

ভাল নেই শাহরুখ, চিকিৎসার জন্য তড়িঘড়ি দেশ ছাড়ছেন বাদশা...

Follow Us

শাহরুখ খান, ২০২৩ সালে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে স্থির করেছিলেন খানিক বিরতিতে থাকবেন। কিছুটা বিশ্রাম নিয়ে তবেই পরবর্তী প্রজেক্টে তিনি হাত দেবেন। ফলে জানুয়ারি মাস থেকেই তিনি ছবির শুটিং থেকে খানিক দূরে ছিলেন। আইপিএল-এ নিজের টিমকে কথা দিয়েছিলেন প্রতিটা ম্যাচে তিনি মাঠে থাকবেন, থেকেওছিলেন। যদিও তারই মাঝে ঘটেছিল বিপত্তি। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিং খান। তার কয়েকমাস যেতে না যেতেই এবার চোখের সমস্যা নিয়ে জেরবার শাহরুখ।

মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে সেখানে খুব একটা প্রত্যাশা পূর্ণ সাড়া না মেলায় তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করলেন কিং খান। সূত্রের খবর শাহরুখ খান সোমবার অর্থাৎ ২৯ জুলাই মুম্বইয়ের একটি হাসপাতালে চোখের চিকিৎসার জন্য পৌঁছে গিয়েছিলেন। তবে সেখানে পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়ায় রাত পোহাতেই বড় সিদ্ধান্ত নিলেন কিং খান। আমেরিকায় গিয়ে যে ক্ষতি হয়েছে, তার চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভবত মঙ্গলবার অর্থাৎ ৩০ জুলাই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল তাঁর চোখে একটা অপারেশন হয়েছে। তা ঘিরেই যথাসম্ভব এই জটিলতা। প্রসঙ্গত, বেশ কয়েকমাস বিশ্রামেই ছিলেন শাহরুখ। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি, জুলাই-অগস্ট মাস থেকে শুটিং শুরু করবেন তাঁর আগামী ছবির। কিং ছবি নিয়ে যার ফলে দর্শক মনে উত্তেজনা তুঙ্গে।

এরই মাঝে চলতি বছরে শাহরুখ খানের দ্বিতীয়বার অসুস্থতা হওয়ার খবর মেলায় উদ্বেগে ভক্তরা। যদিও শাহরুখ খান নিজেকে কড়া ডায়েটে রাখা থেকে শুরু করে শরীর চর্চা করা, ধূমপান ছাড়া সমস্ত বিষয়ে কড়া নজর রেখে চলেছেন। যদিও ডাক্তার তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে বলেছিলেন হিটস্ট্রোকের সময়। তবে তিনি আইপিএল ফাইনালে ঠিক পৌঁছে গিয়েছিলেন মাঠে, চোখে মুখে ছিল অসুস্থতার ছাপ। যদিও সেই ভয় কাটিয়ে সুস্থই ছিলেন কিং। তবে এবার চোখে ঠিক কী হয়েছে, তা স্পষ্ট জানা না যাওয়ায় চিন্তার ভাঁজ ভক্তদের কপালে।

Next Article