রঙিন রণজয়! সোহিনীর আগে একাধিক নারীসঙ্গ, তালিকায় কোন কোন নায়িকা?

বিহঙ্গী বিশ্বাস | Edited By: জয়িতা চন্দ্র

Jul 25, 2024 | 1:51 PM

Ranojoy Love Life: রণজয় বিষ্ণু, অভিনয়-মডেলিং জগতে থাকার পাশাপাশি তিনি একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কের জেরে। হয়ে প্রেম, হয়েছে বিচ্ছেদ, উঠেছে নানা কথা। তবে জানেন কি, এই অভিনেতার জীবনে একাধিক নারীর প্রেম উঁকি দিয়েছে? বর্ণময় সেই প্রেমকাহিনির তালিকা বেজায় দীর্ঘ। একাধিক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ট রণজয়ের জীবনে এসেছেন কারা?

1 / 7
অস্মিতা মুখোপাধ্যায়-- রণজয়ের জীবনে প্রথম চর্চিত প্রেম। যার মেয়াদ ছিল মাত্র এক বছর। ২০০৯ থেকে ২০১০ ছিল তাঁদের সম্পর্ক।

অস্মিতা মুখোপাধ্যায়-- রণজয়ের জীবনে প্রথম চর্চিত প্রেম। যার মেয়াদ ছিল মাত্র এক বছর। ২০০৯ থেকে ২০১০ ছিল তাঁদের সম্পর্ক।

2 / 7
সায়ন্তনী গুহঠাকুরতা-- তিন বছরের প্রেম তাঁদের। যদিও সম্পর্কে থাকা নিয়ে একাধিক মন্তব্য করেছেন অভিনেত্রী। যে মুহূর্ত খুব একটা সুখকর ছিল না। ২০১৩ সালে ভাঙে প্রেম।

সায়ন্তনী গুহঠাকুরতা-- তিন বছরের প্রেম তাঁদের। যদিও সম্পর্কে থাকা নিয়ে একাধিক মন্তব্য করেছেন অভিনেত্রী। যে মুহূর্ত খুব একটা সুখকর ছিল না। ২০১৩ সালে ভাঙে প্রেম।

3 / 7
শিভাঙ্গী শর্মা-- ২০১৩ সাল থেকে রণজয়ের জীবনে আসেন শিভাঙ্গী। যে প্রেম টেকে মাত্র ২ বছর, ২০১৫ সালে ভাঙে সম্পর্ক।

শিভাঙ্গী শর্মা-- ২০১৩ সাল থেকে রণজয়ের জীবনে আসেন শিভাঙ্গী। যে প্রেম টেকে মাত্র ২ বছর, ২০১৫ সালে ভাঙে সম্পর্ক।

4 / 7
প্রিয়াঙ্কা মণ্ডল-- ২০১৬ থেকে ২০১৮-র সময়টা রণজয়ের জীবন জুড়ে ছিলেন প্রিয়াঙ্কা। যদিও কোনও প্রেমই দীর্ঘস্থায়ী হয়নি ততদিন অভিনেতার জীবনে। তাই ২ বছরের মাথায় এটাও ভাঙে।

প্রিয়াঙ্কা মণ্ডল-- ২০১৬ থেকে ২০১৮-র সময়টা রণজয়ের জীবন জুড়ে ছিলেন প্রিয়াঙ্কা। যদিও কোনও প্রেমই দীর্ঘস্থায়ী হয়নি ততদিন অভিনেতার জীবনে। তাই ২ বছরের মাথায় এটাও ভাঙে।

5 / 7
অন্তরা চৌধুরী-- অন্তরার সঙ্গে প্রেম মাত্র একবছরের। বেশিদিন টেকেনি এই সম্পর্কও।

অন্তরা চৌধুরী-- অন্তরার সঙ্গে প্রেম মাত্র একবছরের। বেশিদিন টেকেনি এই সম্পর্কও।

6 / 7
সোহিনী সরকার-- এরপরই জীবনে আসে সোহিনী সরকারের প্রেম। তিন বছরের মাথায় যদিও সেটাও ভেঙে যায়। তারপর থেকেই নানা গুঞ্জন ছিল রণজয়ের জীবনে।

সোহিনী সরকার-- এরপরই জীবনে আসে সোহিনী সরকারের প্রেম। তিন বছরের মাথায় যদিও সেটাও ভেঙে যায়। তারপর থেকেই নানা গুঞ্জন ছিল রণজয়ের জীবনে।

7 / 7
শ্যামৌপ্তী-- বর্তমানে চর্চায় নতুন নাম। অভিনেত্রী শ্যামৌপ্তির সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন রণজয়। যদিও এই খবরে সিলমোহর দেননি কেউই।

শ্যামৌপ্তী-- বর্তমানে চর্চায় নতুন নাম। অভিনেত্রী শ্যামৌপ্তির সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন রণজয়। যদিও এই খবরে সিলমোহর দেননি কেউই।

Next Photo Gallery
Exclusive: নীরবতা ভাঙলেন সোহিনী, কেন বিচ্ছেদ? রণজয়কে নিয়ে চাঁচাছোলা TV9 বাংলায়
উত্তমকুমার মারা গিয়েছেন, নারায়ণের মূর্তির সামনে গৌরীদেবী, ঘরের দরজা খোলেননি সুপ্রিয়া