
অস্মিতা মুখোপাধ্যায়-- রণজয়ের জীবনে প্রথম চর্চিত প্রেম। যার মেয়াদ ছিল মাত্র এক বছর। ২০০৯ থেকে ২০১০ ছিল তাঁদের সম্পর্ক।

সায়ন্তনী গুহঠাকুরতা-- তিন বছরের প্রেম তাঁদের। যদিও সম্পর্কে থাকা নিয়ে একাধিক মন্তব্য করেছেন অভিনেত্রী। যে মুহূর্ত খুব একটা সুখকর ছিল না। ২০১৩ সালে ভাঙে প্রেম।

শিভাঙ্গী শর্মা-- ২০১৩ সাল থেকে রণজয়ের জীবনে আসেন শিভাঙ্গী। যে প্রেম টেকে মাত্র ২ বছর, ২০১৫ সালে ভাঙে সম্পর্ক।

প্রিয়াঙ্কা মণ্ডল-- ২০১৬ থেকে ২০১৮-র সময়টা রণজয়ের জীবন জুড়ে ছিলেন প্রিয়াঙ্কা। যদিও কোনও প্রেমই দীর্ঘস্থায়ী হয়নি ততদিন অভিনেতার জীবনে। তাই ২ বছরের মাথায় এটাও ভাঙে।

অন্তরা চৌধুরী-- অন্তরার সঙ্গে প্রেম মাত্র একবছরের। বেশিদিন টেকেনি এই সম্পর্কও।

সোহিনী সরকার-- এরপরই জীবনে আসে সোহিনী সরকারের প্রেম। তিন বছরের মাথায় যদিও সেটাও ভেঙে যায়। তারপর থেকেই নানা গুঞ্জন ছিল রণজয়ের জীবনে।

শ্যামৌপ্তী-- বর্তমানে চর্চায় নতুন নাম। অভিনেত্রী শ্যামৌপ্তির সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন রণজয়। যদিও এই খবরে সিলমোহর দেননি কেউই।