বিয়ের ৭ মাসেই মা হচ্ছেন রাধিকা মার্চেন্ট! অম্বানি পরিবারের অন্দরে কী ঘটছে?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 08, 2024 | 3:32 PM

জুলাই মাসে রাজকীয় ভাবে ছোট ছেলের বিয়ে দিয়েছেন ধনকুবের মুকেশ অম্বানি এবং নীতা অম্বানি। বিয়ের তিন মাস কাটতে না কাটতেই অম্বানি পরিবারের সুখবর। শোনা যাচ্ছে অম্বানি পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। খুব শীঘ্রই নাকি মা হতে চলেছেন ছোট বৌমা রাধিকা মার্চেন্ট। বাবা হবেন ছোট ছেলে অনন্ত অম্বানি।

বিয়ের ৭ মাসেই মা হচ্ছেন রাধিকা মার্চেন্ট! অম্বানি পরিবারের অন্দরে কী ঘটছে?

Follow Us

জুলাই মাসে রাজকীয় ভাবে ছোট ছেলের বিয়ে দিয়েছেন ধনকুবের মুকেশ অম্বানি এবং নীতা অম্বানি। বিয়ের তিন মাস কাটতে না কাটতেই অম্বানি পরিবারের সুখবর। শোনা যাচ্ছে অম্বানি পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। খুব শীঘ্রই নাকি মা হতে চলেছেন ছোট বৌমা রাধিকা মার্চেন্ট। বাবা হবেন ছোট ছেলে অনন্ত অম্বানি। বেশ কিছু দিন আগে থেকেই চলছিল জল্পনা।

বলিপাড়ার অন্দরে ফিসফাস বিয়ের আগেই নাকি সন্তানসম্ভবা হওয়ার কথা জানতে পেরেছিলেন ছোট বৌমা। তবে সবটাই জল্পনা। শোনা যাচ্ছে, খুব বেশি দিন দেরি নেই ফেব্রুয়ারিতেই ভূমিষ্ঠ হবে অনন্ত এবং রাধিকার সন্তান। যদিও অম্বানি পরিবারের তরফ থেকে এমন কোনও কথা নিশ্চিত করা হয়নি। তবে শোনা যাচ্ছে সবটাই নাকি ভুয়ো খবর। এমনটা মোটেই হচ্ছে না।

কিছু দিন আগে বেশ কিছু অনুষ্ঠানে রাধিকাকে পেটে হাত দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে রাধিকাকে। তার পর থেকেই জল্পনা আরও জোড়াল হয়। কিন্তু সম্প্রতি দিওয়ালি পার্টিতেই সব জল্পনাকে নশ্যাত্‍ করে দিয়েছেন। একটি প্যাস্টেল রঙের ডিজাইনার শাড়িতে ধরা দিয়েছিলেন রাধিকা। সেই ছবি দেখে স্পষ্ট হয়ে যায় তাঁর মা হওয়ার খবর সবটাই জল্পনা। বিয়ের পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে ফ্রেমবন্দি হয়েছেন রাধিকা। কখনও কোনও মন্দিরে কখনও আবার দিওয়ালি পার্টিতে। কিছু দিন আগে ধুমধাম করে জন্মদিনও পালন করা হয়েছিল তাঁর। তখন শোনা গিয়েছিল দুই ভাইয়ের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। তবে সবটাই যে রটনা সেটা অনেকেই আন্দাজ করেছেন।

Next Article