টাব্বু, দীর্ঘদিন ধরে বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করে চলেছেন তিনি। একের পর এক ‘ধামাকা’ ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন এই অভিনেত্রী। ন’য়ের দশক থেকে শুরু করে ২০২৪ সাল, তাব্বুকে নিয়ে দর্শক মনে একই রকম উত্তেজনা আজও নজরে আসে। অভিনয়ের দাপটে বারবার দর্শক মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রীকে ঘিরে আজও নানা জনের নানা মত। কখনও প্রশংসা, কখনও বিতর্ক, তাব্বু, বরাবরই চর্চার কেন্দ্রে। তবে এবার রীতিমত রে-রে করে উঠল তাঁরই ভক্তরা, কী এমন ঘটল তাঁর সঙ্গে? অন্যায় মেনে নিতে না পেরে সোশ্যাল মিডিয়া তোলপাড় করল নেটিজেনদের একাংশ।
সম্প্রতি ভোগ ম্যাগাজিনের কভার পেজে ফটোশুট করেছেন টাব্বু। সেই ছবির সামনে আসতেই সকলেরই চক্ষু চড়ক গাছ। এক শ্রেণির মত ‘মোটেও ভাল লাগছে না তাব্বুকে’। ‘বরং তিনি বোধহয় যে ছবিগুলো মুছে ফেলার অনুরোধ রেখেছিলেন ভোগ ইচ্ছে করে সেই ছবি প্রকাশে এনেছেন’ বলে দাবি করে বসে এক শ্রেণি। কারওর কথায় আবার ইচ্ছে করে তাব্বুকে বাজে ভাবে দেখানো হয়েছে।
কেউ কেউ আবার সমস্ত দোষ চাপিয়ে দিলেন মেকআপ আর্টিস্টের কাঁধে। কেউ বললেন, মেকআপ আর্টিস্ট বোঝাইনি টাব্বুর মুখে কী ধরনের মেকআপ মানানসই হতে পারে। আবার কেউ দাবি করে বসলেন, মেকআপ আর্টিস্ট জানেনই না, মেকআপটা কী করে করাতে হয়। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছি তাব্বুর সম্প্রতিতে তোলা এই ছবিগুলি। যদিও তাই নিয়ে টাব্বু কিংবা ভোগের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি ।