শাহিদ বা সইফ নন, হৃতিকের সঙ্গেই বিয়ে ঠিক হয়েছিল করিনার, তারপর রাতারাতিই ভেঙে গেল সবটা এই কারণে
বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক নায়কের সঙ্গে নাম জুড়েছিল করিনা কাপুরের। কখনও তুষার কাপুর, তো কখনও শাহিদ কাপুর। লোকে তো ধরেই নিয়েছিল শাহিদের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়বেন করিনা।

বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক নায়কের সঙ্গে নাম জুড়েছিল করিনা কাপুরের। কখনও তুষার কাপুর, তো কখনও শাহিদ কাপুর। লোকে তো ধরেই নিয়েছিল শাহিদের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়বেন করিনা। কিন্তু হঠাৎ করেই করিনার মন জিতে নিলেন সইফ আলি খান। গোপনে গোপনে প্রেম করে শেষমেশ ছোটে নবাবের বেগম হলেন করিনা। কিন্তু জানেন কি, শাহিদের আগে করিনার প্রেমে পড়েছিলেন হৃতিক রোশন! হ্য়াঁ, ‘কহোনা প্য়ার হ্য়ায়’ ছবিতে কথা হয়েও, জুটি বাঁধা হয়নি করিনা ও হৃতিকের। তবে রিয়্যাল লাইফে নাকি একেবারে করিনার কাছে বিয়ের প্রস্তাব এসেছিল রোশন পরিবার থেকে!
হ্যাঁ, সালটা ২০০০। মুক্তি পেল হৃতিক ও আমিশার কহোনা প্যার হ্যায়। অন্যদিকে মুক্তি পায় করিনা ও অভিষেক বচ্চনের রিফিউজি। কহোনা প্য়ার হ্যায় বাম্পার হিট। অন্যদিকে ডুবেছিল রিফিউজি। সেই সময়ই খবরে আসে, করিনাকে নাকি ভীষণ পছন্দ ছিল রোশন পরিবারের।
এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে করিনাকে প্রশ্ন করা হলে, করিনা জানিয়েছিলেন, হৃতিক ও আমার মধ্যে দারুণ একটা বন্ধুত্ব ছিল। তা সিনেমায় আসার আগে থেকেই। রোশন পরিবারের সবাই আমাকে ভালোবাসত। তবে আমাদের দুজনকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠলেও, আমরা তা পাত্তা দিইনি। আর সেই সঙ্গে বিয়ের গুঞ্জনও ওঠে। আসলে, হৃতিককে বন্ধু ছাড়া আর কিছুই ভাবতে পারি না। তাই বিয়েটা অসম্ভব! সাক্ষাৎকারে করিনা এমন কথা বলেই হাসতে শুরু করেছিলেন। তবে নিন্দুকরা মনে করেন, সম্পর্কের গোপনীয়তা রাখতেই এমনটা করেছিলেন করিনা।





