AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিকি-ক্যাটরিনার সংসারে ফের খুশির খবর, ছেলের পর তাঁদের ঘরে এন্ট্রি হল কার?

কাকপক্ষীও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

ভিকি-ক্যাটরিনার সংসারে ফের খুশির খবর, ছেলের পর তাঁদের ঘরে এন্ট্রি হল কার?
| Updated on: Dec 06, 2025 | 2:50 PM
Share

গত মাসেই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল এক ছেলের মা-বাবা হয়েছেন। খুদেকে নিয়ে তাঁদের সুখের সংসার। ঠিক এরই মাঝে ভিকি কৌশলের সংসারে ফের খুশির হাওয়া। তাঁদের বাড়িতে এল নতুন সদস্য। নাহ, এই সদস্য কোনও মানুষ নয়, বরং ভিকি কিনলেন নতুন এক গাড়ি।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউডের অন্যান্য সেলেবদের তুলনায়, ক্যাটরিনা ও ভিকি কৌশল নিজেদের ব্যক্তিগত জীবনকে সবার আড়ালেই রাখতে ভালবাসেন। তাঁদের এমন অভ্যাস সেই প্রেমের সময় থেকেই। এমনকী, মাতৃত্ব নিয়েও ক্যাটরিনা কখনও প্রকাশ্যে কিছু বলেনি। এই নতুন খবরও তাই গোপনেই রেখেছিলেন।

তবে গুঞ্জনপাড়ার কান ও চোখ চারদিকে। সেই গুঞ্জনপাড়া থেকেই রটে যাওয়া খবর অনুযায়ী, ভিকি কৌশল লেক্সাস এলএম ৩৫০ ফোরএস একটি গাড়ি কিনেছেন। যার দাম আনুমানিক ৩.২০ কোটি টাকা। সম্প্রতি এই গাড়ি নিয়েই মুম্বইয়ের এক অনুষ্ঠানে ভিকি হাজির হতেই খবরটা ছড়িয়ে পড়ে।

নভেম্বর মাসের ৭ তারিখই বাবা হয়েছেন ভিকি কৌশল। স্ত্রী ক্যাটরিনার কোল জুড়ে এসেছে ফুটফুটে কন্য়া সন্তান। কিন্তু ছেলের বয়স একমাস হতে চললেও, ভিকি কিন্তু প্রকাশ্যে আনেননি ছেলের নাম। কয়েকদিন আগে যেমন, সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের সন্তানের নাম জানিয়ে দিয়েছেন রাঘব-পরিণীতি এবং সিদ্ধার্থ-কিয়ারা। এ ব্য়াপারে কিন্তু চুপ করেই রয়েছেন ভিকি-ক্যাট।

সম্প্রতি এক ফিল্মি পুরস্কারের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভিকি কৌশল। সেখানেই পাপারাজ্জিরা ভিকিকে সামনে পেয়ে সোজা জিজ্ঞাসা করে বসেন, ছেলের কী নাম রাখলেন? ছবি শিকারিদের মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে প্রথমে হতবাক হয়েছিলেন ভিকি। তারপর একটু থেমে, বলে উঠলেন, সময় আসুক জানাব!

কাকপক্ষীও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।