সকলের সামনে শাহরুখকে প্যান্ট খোলার প্রস্তাব? এ কী করে বসলেন আলিয়া…

Dec 20, 2024 | 7:56 PM

Gossip: অন্যদিকে শাহরুখও জানান, আলিয়া তাঁর স্নেহের পাত্রী। তবে প্রকাশ্যে সেই আলিয়াই শাহরুখকে নিয়ে এ কী বলে বসলেন? শাহরুখ খান যখন একটি অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করছিলেন, তখনই মুখ খোলেন আলিয়া।

সকলের সামনে শাহরুখকে প্যান্ট খোলার প্রস্তাব? এ কী করে বসলেন আলিয়া...

Follow Us

শাহরুখ খান ও আলিয়া ভাটের ছবি ডিয়ার জিন্দেগি ভক্তমনে ভালই জায়গা করেছিল। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে ছিল পর্দায় এই জুটির রসায়ন। শাহরুখের সঙ্গে আলিয়ার সম্পর্কের সমীকরণ বেশ মজার। শাহরুখকে বেজায় শ্রদ্ধা করেন আলিয়া। অন্যদিকে শাহরুখও জানান, আলিয়া তাঁর স্নেহের পাত্রী। তবে প্রকাশ্যে সেই আলিয়াই শাহরুখকে নিয়ে এ কী বলে বসলেন? শাহরুখ খান যখন একটি অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করছিলেন, তখনই মুখ খোলেন আলিয়া।

ভরা মঞ্চে বলেন, তিনি যা বলবেন শাহরুখ কি তাই করতে পারবেন? মুখে হাসি নিয়ে রাজি হয়েছিলেন শাহরুখ খান। জানালেন, হ্যাঁ, তিনি তা করতে পারবেন। এরপরই বিস্ফোরক মন্তব্য করে বসেন আলিয়া। জানান, শাহরুখ খানকে প্যান্ট খুলতে হবে। শুনে চমকে গিয়েছিলেন শাহরুখ খান। আলিয়াকে পাল্টা প্রশ্ন করে বসেন, কি? এভাবে সবার সামনে? এ কেমন কথা? যদিও মুখের হাসিটা লেগেই ছিল এদিন শাহরুখের ঠোঁটে।

এরপর কিছু চামড়া ক্রয় করা হয়। শাহরুখ খানের কথায় সেটা কিনে কিছুদিন অপেক্ষা করেছিলেন তাঁরা। এরপর কার্পেন্টারের কাছে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। যে করণের বিগ বাজেট ছবিতে ধারাবাহিকভাবে কাজ করছেন রণবীর, সেই কারণকে নিয়েই কটাক্ষ করতেও পিছুপা হননি কাপুর-সন। কফি উইথ করণ শোয়ের বিরুদ্ধে মুখ খুলে ভাইরাল হয়েছিলেন রণবীর কাপুর।

Next Article