Bizarre: পড়াতে পড়াতেই ছাত্রের সঙ্গে প্রেম, গর্ভবতী হয়ে পড়তেই ২৩ বছরের শিক্ষিকা পালিয়ে গেলেন ১৩-র কিশোরকে নিয়ে!

Bizarre: পুলিশি জেরায় ওই শিক্ষিকা জানিয়েছেন, তারা সুরাট থেকে পালিয়ে আহমেদাবাদ গিয়েছিলেন। সেখান থেকে  দিল্লি, বৃন্দাবন ও জয়পুরে যান। জয়পুর থেকে ফেরার পথেই পুলিশের হাতে ধরা পড়ে যান।

Bizarre: পড়াতে পড়াতেই ছাত্রের সঙ্গে প্রেম, গর্ভবতী হয়ে পড়তেই ২৩ বছরের শিক্ষিকা পালিয়ে গেলেন ১৩-র কিশোরকে নিয়ে!
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

May 05, 2025 | 7:59 AM

সুরাট: প্রেম মানে না কোনও বাধা। প্রেমের টানেই ভুললেন বয়সের ফারাক, ২৩ বছরের শিক্ষিকা পালালেন ১৩ বছরের ছাত্রকে নিয়ে! এদিকে, ওই শিক্ষিকা আবার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষিকার দাবি, তাঁর গর্ভস্থ সন্তানের বাবা ওই কিশোর!

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটে সুরাটে। এক মহিলা শিক্ষিকা তাঁর ছাত্রকে নিয়ে পালিয়ে যান। পরে ছাত্রের বাবা পুলিশে শিক্ষিকার বিরুদ্ধে অপহরণের অভিযোগ জানান। পুলিশ তাদের গুজরাট-রাজস্থানের শামলাজি সীমান্ত থেকে আটক করে। তাদের সুরাটে ফিরিয়ে আনা হয়।

পুলিশি জেরায় ওই শিক্ষিকা জানিয়েছেন, তারা সুরাট থেকে পালিয়ে আহমেদাবাদ গিয়েছিলেন। সেখান থেকে  দিল্লি, বৃন্দাবন ও জয়পুরে যান। জয়পুর থেকে ফেরার পথেই পুলিশের হাতে ধরা পড়ে যান। শিক্ষিকার দাবি, নাবালক ওই ছাত্রকে তিনি বিগত তিন বছর ধরে পড়াচ্ছেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। শারীরিক সম্পর্কের জেরেই তিনি গর্ভবতী হয়ে পড়েন। পুলিশ তো তার বয়ান শুনে হতবাক। শিক্ষিকা দাবি করলেও, আদৌ গর্ভস্থ সন্তান ওই নাবালকের কি না, তা জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে জানিয়েছে পুলিশ। নাবালক ছাত্রকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।