বড়সড় নাশকতার ছক ছিল, শাহিনের কাঁধে ছিল বড় দায়িত্ব

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 12, 2025 | 5:54 PM

এক-দু'মাস নয়। বিস্ফোরক মজুত করা হচ্ছিল ২ বছর ধরে। আর তা মজুত করছিলেন ধৃত চিকিৎসক শাহিন শাহিদ। গোয়েন্দাদের তদন্তে এই তথ্য সামনে এসেছে। যাবতীয় কেমিক্যালসের দায়িত্ব ছিল শাহিনের উপর। বড়সড় নাশকতার ছক ছিল তাঁদের। শাহিন জইশ-ই-মহম্মদের মহিলা শাখার ভারতীয় প্রধান ছিলেন। তিনি গ্রেফতার হওয়ার পর তাঁর সম্পর্কে নানা তথ্য সামনে আসছে। আল ফলাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নানা তথ্য সামনে এনেছেন। শাহিন বিশ্ববিদ্যালয়ে নিয়মকানুনের পরোয়া করতেন না বলে তিনি মন্তব্য করেন। এদিকে, শাহিনের প্রাক্তন স্বামী জাফর হায়াত জানিয়েছেন, প্রাক্তন স্ত্রীর জঙ্গি-যোগের কথা তিনি বিন্দুমাত্র জানতেন না।

এক-দু’মাস নয়। বিস্ফোরক মজুত করা হচ্ছিল ২ বছর ধরে। আর তা মজুত করছিলেন ধৃত চিকিৎসক শাহিন শাহিদ। গোয়েন্দাদের তদন্তে এই তথ্য সামনে এসেছে। যাবতীয় কেমিক্যালসের দায়িত্ব ছিল শাহিনের উপর। বড়সড় নাশকতার ছক ছিল তাঁদের। শাহিন জইশ-ই-মহম্মদের মহিলা শাখার ভারতীয় প্রধান ছিলেন। তিনি গ্রেফতার হওয়ার পর তাঁর সম্পর্কে নানা তথ্য সামনে আসছে। আল ফলাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নানা তথ্য সামনে এনেছেন। শাহিন বিশ্ববিদ্যালয়ে নিয়মকানুনের পরোয়া করতেন না বলে তিনি মন্তব্য করেন। এদিকে, শাহিনের প্রাক্তন স্বামী জাফর হায়াত জানিয়েছেন, প্রাক্তন স্ত্রীর জঙ্গি-যোগের কথা তিনি বিন্দুমাত্র জানতেন না।