Harassment: আড় চোখে ইঙ্গিত, মহিলা যাত্রীকে দেখেই প্যান্টের চেইন খুলল মেট্রোর নিরাপত্তারক্ষী, তারপর তো…

Harassment: সোশ্যাল পোস্টে অভিযোগকারী মহিলা লিখেছেন, "আজ আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। দুপুর আড়াইটে নাগাদ জালাহাল্লি মেট্রো স্টেশনে এক সিকিউরিটি গার্ড ক্রমাগত আমার দিকে তাকিয়ে ছিল এবং অশালীন অঙ্গভঙ্গি করছিল। যৌনাঙ্গে হাত রেখে অশালীন ইঙ্গিত করছিল।

Harassment: আড় চোখে ইঙ্গিত, মহিলা যাত্রীকে দেখেই প্যান্টের চেইন খুলল মেট্রোর নিরাপত্তারক্ষী, তারপর তো...
মেট্রো স্টেশনে নিরাপত্তারক্ষীর ঘৃণ্য কাজ।Image Credit source: Twitter

|

Mar 22, 2024 | 8:43 AM

বেঙ্গালুরু: মেট্রো স্টেশনে চরম যৌন হেনস্থার শিকার মহিলা যাত্রীরা। তাদের দেখে নিজের গোপনাঙ্গ স্পর্শ করে বিশ্রী অঙ্গভঙ্গি করতে থাকলেন মেট্রোর সিকিউরিটি স্টাফ। এখানেই থামেননি। এরপর প্যান্টের চেইন খুলে হস্তমৈথুনও করেন তিনি। গোটা ঘটনায় হকচকিয়ে যান মেট্রোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীরা। পরে অভিযোগ জানাতেই গ্রেফতার করা হয় ওই সিকিউরিটি কর্মীকে।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর জালাহাল্লি মেট্রো স্টেশনে। চলতি সপ্তাহের বুধবার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি তুলে ধরেন। বেঙ্গালুরু পুলিশের কাছেও তিনি অভিযোগ জানান।

সোশ্যাল পোস্টে তিনি লিখেছেন, “আজ আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। দুপুর আড়াইটে নাগাদ জালাহাল্লি মেট্রো স্টেশনে এক সিকিউরিটি গার্ড ক্রমাগত আমার দিকে তাকিয়ে ছিল এবং অশালীন অঙ্গভঙ্গি করছিল। যৌনাঙ্গে হাত রেখে অশালীন ইঙ্গিত করছিল। দিনের বেলায় আমায় এমন অস্বস্তি অনুভব করতে হল। আমি ওই নিরাপত্তারক্ষীকে প্রশ্ন করার চেষ্টা করেছিলাম কিন্তু ও তারপরও ঠায় তাকিয়ে ছিল এবং হস্তমৈথুন করছিল। বাধ্য হয়েই আমি ভিডিয়ো করার চেষ্টা করি।”

ওই মহিলা বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষকে ভিডিয়োটি পাঠান এবং কড়া শাস্তির দাবি করেন। তবে বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। যদিও পুলিশ ওই ভিডিয়ো দেখতে পেয়েই অভিযোগকারী মহিলার সঙ্গে যোগাযোগ করেন।  ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।