BJP on Rahul Gandhi: কংগ্রেস আমলে কীভাবে নির্বাচনী প্রধান বাছাই হত? রাহুলকে ‘ধুয়ে’ দিল BJP

তিনি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নিয়োগ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস নেতার প্রশ্ন, কেন মোদী সরকার মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারের নিয়োগের কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে (সিজেআই) বাদ দিল? যদিও, তার পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)।

BJP on Rahul Gandhi: কংগ্রেস আমলে কীভাবে নির্বাচনী প্রধান বাছাই হত? রাহুলকে ধুয়ে দিল BJP
রাহুল গান্ধী Image Credit source: Tv9 Network

Dec 09, 2025 | 11:16 PM

নয়া দিল্লি: মঙ্গলবার লোকসভায় ১২টি রাজ্যের এসআইআর (SIR) নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই আলোচনা শুরু করেন। এসআইআর ইস্যুতে তিনি মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নিয়োগ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস নেতার প্রশ্ন, কেন মোদী সরকার মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারের নিয়োগের কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে (সিজেআই) বাদ দিল? যদিও, তার পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)।

বিজেপির (BJP) দাবি, রাহুল গান্ধী সংসদে মিথ্যা বলেছেন। তিনি সংসদে বলেছিলেন যে নির্বাচন কমিশনারদের নির্বাচন প্রধান বিচারপতি এবং বিরোধী দলনেতার সমন্বয়ে গঠিত একটি কমিটি করে। রাহুল কি ভুলে গিয়েছেন ইউপিএ সরকারের সময় সিইসি কীভাবে নিয়োগ করা হয়েছিল? বিজেপির এও প্রশ্ন, রাহুল গান্ধী কি এমন কোনও নির্বাচন কমিশনারের নাম বলতে পারেন যাঁকে প্রধান বিচারপতি বা বিরোধী দলনেতার সমন্বয়ে গঠিত কমিটি নির্বাচিত করেছিল?

বিজেপি এ দিন আরও বলেছে, যে নতুন আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত এই কমিটি অস্থায়ীভাবে গঠিত হয়েছিল। এখন পর্যন্ত কংগ্রেসের প্রধানমন্ত্রীরা সরাসরি নির্বাচন কমিশনারদের নিয়োগ করেছেন। রাহুল গান্ধী কি তার ইউপিএ শাসনাকাল ভুলে গিয়েছেন? এ দিন, সংসদে বিজেপি এও বলেছে, সোনিয়া গান্ধী ২০০৫ সালে নবীন চাওলাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছিলেন। সেই সময় সোনিয়ার কী ক্ষমতা ছিল?

২০১২ সালে, ২০১৪ সালের লোকসভা নির্বাচন তদারকির জন্য একজন নতুন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করার কথা ছিল। লালকৃষ্ণ আডবাণী কংগ্রেসকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের জন্য একটি কলেজিয়াম গঠনের পরামর্শ দিয়েছিলেন। কংগ্রেস এই পরামর্শ উপেক্ষা করে সরাসরি রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের অনুমোদন নিয়ে ভি.এস.সম্পাথকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করে।

নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে পরামর্শ করা হয়নি। আজ, বিরোধী নেতারা প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের জন্য গঠিত কমিটির অংশ। নতুন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে সহযোগিতা করার পরিবর্তে, রাহুল গান্ধী কেবল অভিনয় করছেন।

লোকসভায় রাহুল কী বলেছিলেন?

লোকসভায় SIR নিয়ে বিতর্ক চলাকালীন রাহুল গান্ধী অভিযোগ করেন,নির্বাচন কমিশনকে শাসক দলের নির্দেশে কাজ করছে। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। তিনি যুক্তি দেন যে সিইসি নির্বাচনের ক্ষেত্রে শাসক দলেরই বক্তব্য রয়েছে। শাসক দল নির্বাচন কমিশন পরিচালনা করছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে নিয়ন্ত্রণ করার অর্থ কী? কেন প্রধান বিচারপতি সিইসির নিয়োগে উপস্থিত ছিলেন না? কেন ইসিকে সিসিটিভি ফুটেজ নষ্ট করার ক্ষমতা দেওয়া হয়েছিল? সরকার ইসিকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন রাহুল।