কলকাতা ও নয়া দিল্লি: প্রকাশ্যে এসেছে এক ভাইরাল অডিয়ো ক্লিপ। আর তারপর থেকেই হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে ওই ভাইরাল অডিয়োয়। উঠে আসছে, এমপিল্যাডের থেকে ‘৩০ শতাংশ কমিশনের’ কথা। যদিও সেই ভাইরাল অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে বিতর্কের আবহে মুখ খুলেছেন দেব, মুখ খুলেছে তৃণমূলও। আর এসবের মধ্যেই নয়া জল্পনা। সৌজন্যে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের ইনস্টাগ্রাম স্টোরি।
বুধবার বিকেলের দিকে নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন দেব। ছবিটি সংসদ ভবনের ভিতরের ছবি। যেখানে দেব বসেন, সেই আসনের সামনের ছবি। লেখা আছে দীপক অধিকারী। একটি মাইক। একটি স্ক্রিন। যেখানে ওয়ালপেপারে রয়েছে তেরঙ্গা। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে একটি ‘হার্ট’ ইমোজি দিয়ে দেব লিখেছেন, ‘আর কয়েক ঘণ্টা’। ব্যস, এটুকুই। আর এই নিয়েই তুঙ্গে জল্পনা। কয়েক ঘণ্টা পর কী হতে চলেছে? দেবের নয়া স্টোরি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ঘাটালের সাংসদকে ঘিরে চড়ছে জল্পনার পারদ। কয়েক ঘণ্টা পরই কি তাহলে বড় কোনও চমক অপেক্ষা করছে রাজ্য রাজনীতিতে?
প্রসঙ্গত, ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে বিতর্কের মাঝে ইতিমধ্যেই মুখ খুলেছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। তাঁর বক্তব্য, তিনি যা জানানোর দলকে জানিয়েছেন। ভাইরাল ক্লিপ নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি। বললেন, ‘দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই।’
এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘দেবকে কলুষিত করার জন্য ও দেবের বিরুদ্ধে প্রচার করার জন্য কেউ সজ্ঞানে এই ধরনের কথা বলে, বাইরে ছেড়ে দিয়েছে। কার গলা, সে বিষয়টি দল দেখছে।’ তৃণমূল যে দেবের পাশেই আছে, সেটাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন কুণাল। বলেছেন,
‘দেবকে কলুষিত করার চক্রান্ত দল বরদাস্ত করবে না।’
কলকাতা ও নয়া দিল্লি: প্রকাশ্যে এসেছে এক ভাইরাল অডিয়ো ক্লিপ। আর তারপর থেকেই হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে ওই ভাইরাল অডিয়োয়। উঠে আসছে, এমপিল্যাডের থেকে ‘৩০ শতাংশ কমিশনের’ কথা। যদিও সেই ভাইরাল অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে বিতর্কের আবহে মুখ খুলেছেন দেব, মুখ খুলেছে তৃণমূলও। আর এসবের মধ্যেই নয়া জল্পনা। সৌজন্যে ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের ইনস্টাগ্রাম স্টোরি।
বুধবার বিকেলের দিকে নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন দেব। ছবিটি সংসদ ভবনের ভিতরের ছবি। যেখানে দেব বসেন, সেই আসনের সামনের ছবি। লেখা আছে দীপক অধিকারী। একটি মাইক। একটি স্ক্রিন। যেখানে ওয়ালপেপারে রয়েছে তেরঙ্গা। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে একটি ‘হার্ট’ ইমোজি দিয়ে দেব লিখেছেন, ‘আর কয়েক ঘণ্টা’। ব্যস, এটুকুই। আর এই নিয়েই তুঙ্গে জল্পনা। কয়েক ঘণ্টা পর কী হতে চলেছে? দেবের নয়া স্টোরি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ঘাটালের সাংসদকে ঘিরে চড়ছে জল্পনার পারদ। কয়েক ঘণ্টা পরই কি তাহলে বড় কোনও চমক অপেক্ষা করছে রাজ্য রাজনীতিতে?
প্রসঙ্গত, ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে বিতর্কের মাঝে ইতিমধ্যেই মুখ খুলেছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। তাঁর বক্তব্য, তিনি যা জানানোর দলকে জানিয়েছেন। ভাইরাল ক্লিপ নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি। বললেন, ‘দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই।’
এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘দেবকে কলুষিত করার জন্য ও দেবের বিরুদ্ধে প্রচার করার জন্য কেউ সজ্ঞানে এই ধরনের কথা বলে, বাইরে ছেড়ে দিয়েছে। কার গলা, সে বিষয়টি দল দেখছে।’ তৃণমূল যে দেবের পাশেই আছে, সেটাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন কুণাল। বলেছেন,
‘দেবকে কলুষিত করার চক্রান্ত দল বরদাস্ত করবে না।’