বছর পাঁচেক ধরে খবরের দুনিয়ায়। রাজ্য রাজনীতির কাটাছেঁড়ায় থাকি। নিউজ় ডেস্কে ব্রেকিং ধরানোর ব্যস্ততার পাশাপাশি বিশ্লেষণধর্মী সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। খবরের পিছনের খবর খোঁজার চেষ্টা করি। খবরের ঘনঘটার মধ্যে সুযোগ পেলেই ঝুপ করে হারিয়ে যাই পাহাড়ের কোলে।