Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GST Council Meeting: কমবে ট্রেনের ভাড়া! GST কাউন্সিলের বৈঠকে এল বড় সিদ্ধান্ত

GST Council Meeting: রেলের টিকিট কাটা, স্টেশনের ওয়েটিং রুম এবং মালপত্র রাখার ঘরের ভাড়ার জন্য এতদিন রেলের তরফে যে জিএসটি নেওয়া হত, সেটিতেও ছাড় দেওয়া হয়েছে। স্টেশনে ব্যবহৃত ব্যাটারি চালিত গাড়িগুলির ব্যবহারের উপরেও আর কোনও জিএসটি থাকছে না।

GST Council Meeting: কমবে ট্রেনের ভাড়া! GST কাউন্সিলের বৈঠকে এল বড় সিদ্ধান্ত
লোকাল ট্রেন (প্রতীকী ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jun 22, 2024 | 10:04 PM

নয়া দিল্লি: শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে থেকেই বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে দাবি উঠছিল, যাতে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি কমানো হয়। নতুন সরকার গঠনের পর শনিবারই প্রথম বৈঠকে বসেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিল। ব্যবসায়ীদের একাংশের যে দাবি-দাওয়াগুলি উঠছিল, সেগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা এবার জিএসটি কাউন্সিল বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাইরে কোনও হস্টেলে পড়ুয়ারা থাকলে, সেক্ষেত্রে জিএসটি দিতে হবে না। তবে এক্ষেত্রে মাথা পিছু প্রতি মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা ভাড়া হতে হবে। কোনও পড়ুয়া হস্টেলে অন্তত ৯০ দিন থাকলে, তবেই এই ছাড় কার্যকর হবে।

এছাড়া রেলের টিকিট কাটা, স্টেশনের ওয়েটিং রুম এবং মালপত্র রাখার ঘরের ভাড়ার জন্য এতদিন রেলের তরফে যে জিএসটি নেওয়া হত, সেটিতেও ছাড় দেওয়া হয়েছে। স্টেশনে ব্যবহৃত ব্যাটারি চালিত গাড়িগুলির ব্যবহারের উপরেও আর কোনও জিএসটি থাকছে না।

এর পাশাপাশি দুধের কৌটার উপর ১২ শতাংশ হারে জিএসটির সুপারিশ করা হয়েছে। সোলার কুকার, স্প্রিঙ্কলারের উপরেও ১২ শতাংশ হারে জিএসটির সুপারিশ করা হয়েছে এদিনের বৈঠকে। কার্টুন বাক্সের উপরেও জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠকে।