AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP slams Shashi Tharoor: ‘নির্লজ্জের রাজনীতি’, ব্যঙ্গাত্মক পোস্টে নেটপাড়ায় ছিঃ ছিঃ হচ্ছে শশীর

Sashi Tharoor Remarks: শশী তারুরের পোস্টে বেজায় বিরক্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স হ্যান্ডেলে তারুরকে পাল্টা দিয়ে তিনি লিখেছেন, "এই ভদ্রলোক মাঝে মধ্যেই বিভিন্ন সংস্কৃতিকে (প্রথম উত্তর-পূর্ব এবং এখন উত্তর প্রদেশ) বিভিন্ন খোঁচা দেওয়া শব্দ দিয়ে ব্যঙ্গ করে থাকেন।"

BJP slams Shashi Tharoor: 'নির্লজ্জের রাজনীতি', ব্যঙ্গাত্মক পোস্টে নেটপাড়ায় ছিঃ ছিঃ হচ্ছে শশীর
বিতর্কিত মন্তব্যে ফ্যাসাদে শশীImage Credit: Facebook
| Updated on: Jun 23, 2024 | 10:51 PM
Share

নয়া দিল্লি: সর্বভারতীয় স্তরের একাধিক পরীক্ষা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এরই মধ্যে এবার কংগ্রেস নেতা শশী তারুরের এক্স হ্যান্ডেলে এক পোস্ট ঘিরে তুমুল বিতর্ক। একটি ছবি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সেখানে প্রশ্ন করা হয়েছে, উত্তর প্রদেশ কাকে বলে? উত্তরও লেখা আছে সঙ্গে- উত্তর প্রদেশ হল সেই প্রদেশ, যেখানে পরীক্ষার আগেই উত্তর জেনে যাওয়া যায়। শশী তারুরের এই খোঁচা মোটেই ভাল ভাবে নিচ্ছেন না বিজেপি নেতারা। শুধু বিজেপি শিবিরই নয়, নেটাগরিকদের একটি বড় অংশও এই ধরনের পোস্টের জন্য তুমুল সমালোচনায় বিঁধেছেন কংগ্রেস নেতাকে।

শশী তারুরের পোস্টে বেজায় বিরক্ত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স হ্যান্ডেলে তারুরকে পাল্টা দিয়ে তিনি লিখেছেন, “এই ভদ্রলোক মাঝে মধ্যেই বিভিন্ন সংস্কৃতিকে (প্রথম উত্তর-পূর্ব এবং এখন উত্তর প্রদেশ) বিভিন্ন খোঁচা দেওয়া শব্দ দিয়ে ব্যঙ্গ করে থাকেন।” উত্তর প্রদেশের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদও তারুরের এই ধরনের ব্যঙ্গাত্মক পোস্টে ভীষণ অসন্তুষ্ট। তারুরের পোস্টের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “এখানে আমি হাস্যরসের কিছুই দেখতে পাচ্ছি না। এই মন্তব্য অতি নিন্দাজনক। এর মাধ্যমে আমার রাজ্যকে এবং রাজ্যবাসীকে ছোট করা হয়েছে। উত্তর প্রদেশের জন্য এই ধরনের অপমান খুবই দুঃখজনক ঘটনা এবং কড়া ভাষায় এর নিন্দা করা উচিত।”

কংগ্রেস নেতার এই পোস্টকে তীব্র ধিক্কার জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব চন্দ্রশেখরও। তিনিও কড়া ভাষায় নিন্দা জানিয়ে লিখেছেন, ‘বাকি ভারতীয়দের অপমানিত করার মতো নির্লজ্জ পাপাচারের রাজনীতি- এই পথেই কংগ্রেস চলে। এটা কংগ্রেসের ডিএনএ-তে ঢুকে গিয়েছে।’