Share Market: ৪ বছরেই ৫০ হাজার কোটির মুনাফা কামিয়েছেন বিনিয়োগকারীরা! দাবি জিরোধা সিইও-র
Nithin Kamath: জিরোধার সহ-প্রতিষ্ঠা নিতিন কামাথ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, তাদের প্লাটফর্মে ইকুইটি বিনিয়োগকারীরা গত চার বছরে ৫০ হাজার কোটি টাকার মুনাফা কামিয়েছেন। শুধু তাই নয়, বিনিয়োগকারীরা ১ লাখ কোটি টাকার 'আনরিয়েলাইজ়ড প্রফিটের' উপর বসে রয়েছেন বলেও এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি।
নয়া দিল্লি: জিরোধায় বিনিয়োগকারীরা দুর্দান্ত মুনাফা কামিয়েছেন গত চার বছরে। এক্স হ্যান্ডেলে দাবি জিরোধার সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও নিতিন কামাথের। গত চার বছরে জিরোধায় বিনিয়োগকারীরা ৫০ হাজার কোটি টাকারও বেশি লাভ করেছেন বলে এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি। শুধু তাই নয়, বিনিয়োগকারীদের ‘আনরিয়েলাইজ়ড প্রফিটও’ আকাশ ছোঁয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি। নিতিন কামাথের দাবি, তাঁদের প্লাটফর্মে বিনিয়োগকারীরা ১ লাখ কোটি টাকার ‘আনরিয়েলাইজ়ড প্রফিটের’ উপর বসে রয়েছেন। যেখানে মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM) সাড়ে চার লাখ কোটি টাকা।
Equity investors @zerodhaonline have realized a profit of Rs 50,000 crores over the last 4+ years and are sitting on unrealized profits of Rs 1,00,000 crores on an AUM of Rs 4,50,000 crores.
By the way, most of the AUM was added in the last four years. pic.twitter.com/4X981aY2jH
— Nithin Kamath (@Nithin0dha) June 11, 2024
উল্লেখ্য, বর্তমান যুগে শেয়ার বাজারে বিনিয়োগকে আরও সহজ করে তুলেছে জিরোধার মতো অনলাইন প্লাটফর্ম। জিরোধাই হল প্রথম অনলাইন প্লাটফর্ম, যারা জিরো ব্রোকারেজ মডেল নিয়ে এসেছিল। এরপর দেশে আরও অনেক এই ধরনের প্লাটফর্ম খুলেছে। কোভিড প্যানডেমিক পরবর্তী সময়ে শেয়ার বাজারে বিনিয়োগ ও রিটার্নের ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন দেখা গিয়েছে। সেরকমই একটি সাফল্যের কথা এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন জিরোধার সহ-প্রতিষ্ঠানা নিতিন কামাথ।
জিরোধার সহ-প্রতিষ্ঠা নিতিন কামাথ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, তাদের প্লাটফর্মে ইকুইটি বিনিয়োগকারীরা গত চার বছরে ৫০ হাজার কোটি টাকার মুনাফা কামিয়েছেন। শুধু তাই নয়, বিনিয়োগকারীরা ১ লাখ কোটি টাকার ‘আনরিয়েলাইজ়ড প্রফিটের’ উপর বসে রয়েছেন বলেও এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেই নিতিন কামাথের ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছিল। বাবাকে হারানো, কম ঘুম হওয়া, ক্লান্তি, অতিরিক্ত ওয়ার্কআউটের থেকে এই ‘মাইল্ড স্ট্রোক’ হতে পারে বলে সেই সময় জানিয়েছিলেন নিতিন। সেখান থেকে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন জিরোধার সহ-প্রতিষ্ঠাতা।