
কলকাতা: রাত পোহালেই মহড়া। পহেলগাঁও হামলার পর থেকে সাধারণের কাছে এই বাক্যটা যেন প্রতিদিনের। যুদ্ধকালীন তৎপরতায় প্রতিদিনই সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় সেনা। কিন্তু বুধের মহড়া একটু অন্য় রকম। এটা সেনার জন্য নয়। সাধারণের জন্য। ভারত-পাকিস্তানের আবহাওয়া যে রকম বিষিয়ে গিয়েছে, যদি সত্যি যুদ্ধ লাগে তা হলে নাগরিক কর্তব্য কী? প্রশাসনই বা কী ধরনের পদক্ষেপ নেবে? সেই সব প্রশ্নের জট মুছে দিতে আপৎকালীন মহড়া সেরে রাখতে দেশের সব রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সূত্র ধরেই আগামিকাল অর্থাৎ ৭ই মে ওই মহড়া বা মক ড্রিলের দিন ধার্য করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে নাগরিকদের উপর যেন কোনও আঁচ না পড়ে, ক্ষয়ক্ষতি যথাসম্ভব সামাল দেওয়া যায়, সেই সব বিষয়কে মাথায় রেখেই আগেভাগে প্রস্তুতি সেরে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার। এমনকি দেশে বিমান হামলা কী পদক্ষেপ নিতে হবে, তাও সেখানো হবে এই মক ড্রিলে। ...