Indian Army Attacks: সিয়ালকোটে ভারতীয় সেনা কী অবস্থা করল দেখুন, কাঁপুনি করাচি থেকে ইসলামাবাদেও

Indian Army Attacks: আট আটটি পাক মিসাইল গুড়িয়ে দিয়েছে ভারত। এরইমধ্যে কড়া জবাব দিয়েছে সিয়ালকোটেও। জয়সালমীরে পাকিস্তানের F-16 ধ্বংস করে দিয়েছে ভারত। সিয়ালকোটেও কড়া জবাব দিয়েছে ভারত।

Indian Army Attacks: সিয়ালকোটে ভারতীয় সেনা কী অবস্থা করল দেখুন, কাঁপুনি করাচি থেকে ইসলামাবাদেও
সিয়ালকোটে বিধ্বংসী হামলা

| Edited By: জয়দীপ দাস

May 08, 2025 | 11:35 PM

নয়া দিল্লি: লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছিল পাকিস্তান। আগেই ভারতের সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল পাকিস্তান। তবে ভারতের অ্যান্টি ড্রোন সিস্টেম সেই হামলা বানচাল করে দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পাকিস্তানকে প্রতিহত করতে এস -৪০০ থেকে মোট ৭২টি মিসাইল ছোড়া হয়েছিল। যেগুলির প্রায় সবক’টি নির্ভুলভাবে আঘাত করেছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে। যদিও তারপরেও অবস্থান বদল করেনি পাকিস্তান। এদিন পঞ্জাব, রাজস্থান, কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকায় হামলার চেষ্টা করে পাকিস্তান। তবে কোনও ক্ষেত্রেই সুবিধা করতে পারেনি। 

আট আটটি পাক মিসাইল গুড়িয়ে দিয়েছে ভারত। এরইমধ্যে কড়া জবাব দিয়েছে সিয়ালকোটেও। জয়সালমীরে পাকিস্তানের F-16 ধ্বংস করে দিয়েছে ভারত। সিয়ালকোটেও কড়া জবাব দিয়েছে ভারত। পরপর হামলায় কেঁপে ওঠে সিয়ালকোটের বিস্তৃর্ণ এলাকায়। কাঁপুনি গোটা পাকিস্তানে। 

অন্যদিকে রাজৌরির আকাশেও এদিন হানা দিয়েছিল পাকিস্তান। ভারত নিজস্ব অ্যান্টি ড্রোন সিস্টেম দিয়ে পাকিস্তানের সমস্ত আক্রমণ প্রতিহত করে দেয়। সূত্রের খবর, ইতিমধ্যেই পাকিস্তানের ৭ বড় শহরে হামলা চালিয়েছে ভারত। বিস্ফোরণে কেঁপে গিয়েছে লাহোর। কেঁপে গিয়েছে করাচি থেকে ইসলামাবাদ।