PM Narendra Modi: ‘নেতিবাচক রাজনীতির হার’, মহারাষ্ট্রের ফল নিয়ে বিরোধীদের নিশানা মোদীর

Nov 23, 2024 | 10:01 PM

PM Narendra Modi: এদিন ভোটের ফল ঘোষণার পর বিজেপির সদর দফতরে বক্তব্য রাখেন মোদী। মহারাষ্ট্রে বিজেপির জয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। বলেন, "উন্নয়ন, সুশাসন এবং প্রকৃত সামাজিক ন্যায়ের জয় দেখল মহারাষ্ট্র।"

PM Narendra Modi: নেতিবাচক রাজনীতির হার, মহারাষ্ট্রের ফল নিয়ে বিরোধীদের নিশানা মোদীর
বিজেপি সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: জোটের ২০০ পার। বিজেপি পরপর তিনবার বিধানসভা নির্বাচনে ১০০ পার। মহারাষ্ট্রে মহাযুতির ‘মহাবিজয়’। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ফল ঘোষণার পর দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে ‘ঐতিহাসিক’ রায়ের জন্য মহারাষ্ট্রের মানুষকে কুর্নিশ জানান নমো। বললেন, বিরোধীদের নেতিবাচক রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন মানুষ।

এদিন ভোটের ফল ঘোষণার পর বিজেপির সদর দফতরে বক্তব্য রাখেন মোদী। মহারাষ্ট্রে বিজেপির জয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। বলেন, “উন্নয়ন, সুশাসন এবং প্রকৃত সামাজিক ন্যায়ের জয় দেখল মহারাষ্ট্র। প্রতারণা, ভেদাভেদের রাজনীতি এবং পরিবার নিয়ন্ত্রিত রাজনীতির পরাজয় হয়েছে। উন্নত ভারতের পক্ষে রায় দিয়েছে মহারাষ্ট্র।”

এই নিয়ে পরপর তিনবার মহারাষ্ট্রে সরকার গঠন করল বিজেপি নেতৃত্বাধীন জোট। ষষ্ঠ রাজ্য হিসেবে মহারাষ্ট্রে পর পর তিনবার জিতল বিজেপি। এর আগে গোয়া, গুজরাট, ছত্তীসগঢ়ের মতো রাজ্যে পরপর তিনবার জিতেছে বিজেপি। কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রত্যেক প্রান্তের মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। মানুষের মন বুঝতে পারেনি কংগ্রেস। তারা বাস্তব বুঝতে চাইছে না। ভোটাররা অস্থিরতা চান না।”

এই খবরটিও পড়ুন

কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, “কংগ্রেস ভেবেছিল যে সংবিধান ও সংরক্ষণের নামে মিথ্যা কথা বলে এসসি, এসটি ও ওবিসিদের মধ্যে বিভাজন করবে। কংগ্রেস ও তার সহযোগীদের এই ষড়যন্ত্র খারিজ করে দিয়েছে মানুষ। মহারাষ্ট্র জোর গলায় জানিয়ে দিয়েছে, একসঙ্গে থাকলেই সুরক্ষিত থাকব।” কংগ্রেসের একার পক্ষে সরকার গড়ার ক্ষমতা নেই বলেও এদিন আক্রমণ করেন প্রধানমন্ত্রী।

 

Next Article