Cyber Attack: এই লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না, কাপুরুষের মতো সাইবার হামলার চেষ্টা করছে পাকিস্তান!

Pakistan: পাকিস্তান ভারতে বড়সড় মাপের সাইবার হানার ছক কষছে। বিভিন্ন ফাইল বা মেসেজের মাধ্যমে ফোন, কম্পিউটারে সাইবার হামলা চালানোর পরিকল্পনা করছে। এই ধরনের সন্দেহজনক ফাইলে ক্লিক করতে বারণ করা হয়েছে।

Cyber Attack: এই লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না, কাপুরুষের মতো সাইবার হামলার চেষ্টা করছে পাকিস্তান!
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 09, 2025 | 9:06 AM

নয়া দিল্লি: বেয়াদপি চরমে। সামনা-সামনি নয়, আড়ালেও হামলা চালানোর চেষ্টা করছে পাকিস্তান। এবার সাইবার হানার ছক। সতর্ক করা হল সেই হামলা থেকে।

সূত্রের খবর, পাকিস্তান ভারতে বড়সড় মাপের সাইবার হানার ছক কষছে। বিভিন্ন ফাইল বা মেসেজের মাধ্যমে ফোন, কম্পিউটারে সাইবার হামলা চালানোর পরিকল্পনা করছে। এই ধরনের সন্দেহজনক ফাইলে ক্লিক করতে বারণ করা হয়েছে।

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেজ বা কলের মাধ্যমে সাইবার হামলা চালানোর ছক কষছে। অচেনা বা আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল রিসিভ করতে বারণ করা হয়েছে। এছাড়া “Tasksche.exe” লিঙ্ক বা “Dance of Hillary” ভিডিয়ো ডাউনলোড বা তাতে ক্লিক করতে বারণ করা হয়েছে।

সাইবার হানা থেকে সুরক্ষিত থাকতে সমস্ত অ্যাপেই অটো ডাউনলোড বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। এগুলি পাকিস্তানের সাইবার হানার প্রচেষ্টা বলেই দাবি করা হয়েছে।