India’s Richest Cities 2025: পিছিয়ে মুম্বই! দেশের মধ্যে সবথেকে ধনী জেলা কোনটা জানেন? শীর্ষ দশে নেই বাংলার কেউ

Richest District in the Country: দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানার গুরুগ্রাম। গুরুগ্রামে মাথাপিছু জিডিপি প্রায় ৯.০৫ লক্ষ টাকা। একের পর এক কর্পোরেট সংস্থার ঘাঁটি, বিলাসবহুল জীবনযাপন, আধুনিক জীবনযাপনের হাত ধরে এই গুরুগ্রাম এখন ভারতের আধুনিক আর্থিক শক্তির নয়া প্রতীক হয়ে উঠেছে।

Indias Richest Cities 2025: পিছিয়ে মুম্বই! দেশের মধ্যে সবথেকে ধনী জেলা কোনটা জানেন? শীর্ষ দশে নেই বাংলার কেউ
কী বলছে সমীক্ষার রিপোর্ট? Image Credit source: Getty Images

Nov 05, 2025 | 1:00 PM

কলকাতা: বড় রেকর্ড করে ফেলল তেলেঙ্গনার রঙ্গারেড্ডি জেলা। মাথাপিছু জিডিপি-র নিরিখে গোটা দেশের মধ্যে সবথেকে ধনী জেলা হিসাবে উঠে এল সবার উপরে। প্রায় ১১.৪৬ লক্ষ টাকা মাথাপিছু জিডিপি নিয়ে এই জেলা এখন ভারতের অর্থনৈতিক শক্তির অন্যতম কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে। ২০২৪–২৫ অর্থনৈতিক সমীক্ষা বলছে তথ্য-প্রযুক্তি, বায়োটেক, ওষুধ শিল্প এবং আধুনিক টেক পার্কের হাত ধরে রঙ্গারেড্ডি জেলা অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। সঙ্গে অত্যাধুনিক মানের পরিকাঠামো সঙ্গে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা গোটা জেলাকে আরও এগিয়ে দিয়েছে। 

দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানার গুরুগ্রাম। গুরুগ্রামে মাথাপিছু জিডিপি প্রায় ৯.০৫ লক্ষ টাকা। একের পর এক কর্পোরেট সংস্থার ঘাঁটি, বিলাসবহুল জীবনযাপন, আধুনিক জীবনযাপনের হাত ধরে এই গুরুগ্রাম এখন ভারতের আধুনিক আর্থিক শক্তির নয়া প্রতীক হয়ে উঠেছে। থার্ড হয়েছে কর্ণাটকের বেঙ্গালুরু আরবান। মাথাপিছু ৮.৯৩ লক্ষ টাকার জিডিপি নিয়ে গোটা দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে প্রযুক্তি নির্ভর অর্থনীতির এই জেলা। 

এই তিন জেলা ছাড়াও শীর্ষ দশে রয়েছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর (নয়ডা)। যেখানে মাথা পিছু জিডিপি ৮.৪৮ লক্ষ টাকা। তালিকায় রয়েছে হিমাচল প্রদেশের সোলান। যেখানে মাথা পিছু জিডিপি ৮.১০ লক্ষ টাকা। তারপরই উত্তর ও দক্ষিণ গোয়া। যেখানে মাথা পিছু জিডিপি ৭.৬৩ লক্ষ টাকা। সিকিমের গ্যাংটক, নামচি, মঙ্গান, গ্যালশিং। কর্ণাটকের দক্ষিণা কন্নড় (মঙ্গালুরু), মহারাষ্ট্রের মুম্বই এবং গুজরাটের আহমেদাবাদ। আশ্চর্যের বিষয় বাণিজ্য নগরী মুম্বই রয়েছে নবম স্থানে। যেখানে মাথাপিছু জিডিপি প্রায় ৬.৫৭ লক্ষ টাকা।