Viral: গরুর পিঠে হাত বোলালে রক্তচাপ কমে, গোয়ালে শুলে নিরাময় হয় ক্যানসার! মন্ত্রী উবাচ

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 14, 2024 | 9:50 AM

Cow: গরুর উপকারিতা বোঝাতে গিয়ে মন্ত্রী বলেন যে দিনে দু'বার নিয়মিত গরুর পিঠে হাত বোলালে রক্তচাপ কমে। গরুর পিঠে হাত বোলালে মাত্র ১০ দিনের মধ্যেই ওষুধের মাত্রা ২০ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রামে নেমে আসবে। 

Viral: গরুর পিঠে হাত বোলালে রক্তচাপ কমে, গোয়ালে শুলে নিরাময় হয় ক্যানসার! মন্ত্রী উবাচ
ফাইল চিত্র
Image Credit source: Getty Image

Follow Us

লখনউ: গরুর দুধে সোনা আছে- এই মন্তব্য করে ভাইরাল হয়ে গিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই মন্তব্য নিয়ে অনেকে ঠাট্টা, ট্রোল হয়। এবার তাঁর থেকেও এক কাঠি উপরে গিয়ে মন্তব্য বিজেপি মন্ত্রীর। উত্তর প্রদেশের মন্ত্রী সঞ্জয় সিং গাঙ্গওয়ার বললেন যে গোয়ালঘরে ঘুমালে এবং তা নিয়মিত পরিষ্কার করলে ক্যানসার রোগের নিরাময় হয়!

উত্তর প্রদেশের কানহা গৌশালার উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সঞ্জয় সিং গাঙ্গওয়ার। সেখানেই তিনি গরুর উপকারিতা বোঝাতে গিয়ে বলেন যে দিনে দু’বার নিয়মিত গরুর পিঠে হাত বোলালে রক্তচাপ কমে। গরুর পিঠে হাত বোলালে মাত্র ১০ দিনের মধ্যেই ওষুধের মাত্রা ২০ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রামে নেমে আসবে।

তিনি আরও বলেন, “যদি কোনও ক্যানসার রোগী গোয়ালঘর পরিষ্কার করেন এবং ওখানেই ঘুমান, তাহলে মারণ রোগও নিরাময় সম্ভব। এছাড়া ঘুঁটে পোড়ালে মশা দূর হয়। অর্থাৎ গরুর সব কিছুই কোনও না কোনওভাবে উপকারি।”

ক্ষেতের পর ক্ষেত গাছ মুড়িয়ে খেয়ে যায় গরু, এই নিয়ে কৃষকরা উদ্বেগ প্রকাশ করায় তাতেও মোক্ষম জবাব দেন রাজ্য মন্ত্রী। তিনি বলেন যে সমস্যাটা হল গরুর প্রতি মানুষের কম সম্মান থেকে। তিনি বলেন, “আমরা তো আমাদের মায়েদের খেতে দিচ্ছি না, সেই কারণেই ক্ষতি হচ্ছে।”

তিনি মুসলিমদেরও ঈদে সেমুই গরুর দুধ দিয়ে বানানোর পরামর্শ দেন। বিজেপি নেতা তথা মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় হাসির ফোয়ারা ছুটেছে।

Next Article