Nirmala Sitharaman: কেউ করছেন পুজো, কেউ ঝোলাচ্ছেন লেবু লঙ্কা, রইল নেটমাধ্যমে নির্মলা ‘বন্দনা’র ঝলক

#budget2025 দিলেই এক্স মাধ্যমে (সাবেক টুইটার) নির্মলা সীতারমনকে ঘিরে ট্রেন্ড করছে বেশ কিছু মিম।  এই প্রতিবেদনে রইল তার কিছু ঝলক।

Nirmala Sitharaman: কেউ করছেন পুজো, কেউ ঝোলাচ্ছেন লেবু লঙ্কা, রইল নেটমাধ্যমে নির্মলা বন্দনার ঝলক

Feb 02, 2025 | 3:11 PM

এই বছরের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট নিয়ে স্বাভাবিকভাবেই দেশ বাসীর অনেক প্রত্যাশা। কারও প্রত্যাশা পূরণ হয়েছে কারও হয়নি। তবে বাজেট পেশ করা আগে থেকেই বাজেটে কী হবে তা নিয়ে জল্পনা কম হয়নি। সংবাদমাধ্যম থেকে নেট মাধ্যম নানা মুনির নানা মত। আর তারই সঙ্গে ভাইরাল হয়েছে বেশ কিছু মিম। #budget2025 দিলেই এক্স মাধ্যমে (সাবেক টুইটার) নির্মলা সীতারমনকে ঘিরে ট্রেন্ড করছে বেশ কিছু মিম।  এই প্রতিবেদনে রইল তার কিছু ঝলক।

বাজেট কেমন হয়েছে? কী মত ব্যবহারকারীর? 

বাজেটের আগে চলছে ‘নির্মলা’ পুজো

অর্থমন্ত্রীর মনে কী চলে। বলে দিলেন নেট ব্যবহারকারী? 

বাজেট দেখে কাঁপছে মধ্যবিত্ত? 

 

লেবু লঙ্কা ঝুলিয়ে কার নজর আটকাতে চাইছেন? 

 

মধ্যবিত্তের উপর করের বোঝা চাপানোর জন্য বসে থাকেন অর্থমন্ত্রী?