Call Center: অভিজাত আবসনের আড়ালে এ কী কাণ্ড! হানা দিতেই ৩ যুবকের অবস্থা দেখে থ পুলিশ

Call Center: অভিযোগ, টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কম্পিউটার ও ল্যাপটপ হ্যাক করে তথ্য পাচারের ভয় দেখানো হতো। তারপর তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ।

Call Center: অভিজাত আবসনের আড়ালে এ কী কাণ্ড! হানা দিতেই ৩ যুবকের অবস্থা দেখে থ পুলিশ
পুলিশ গ্রেফতার করেছে ৩ যুবককে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 03, 2025 | 8:38 PM

সোনারপুর: ফের বেআইনি কল সেন্টারের হদিশ। ১০ কোটির বেশি প্রতারণার অভিযোগ। এবার ঘটনাস্থল সোনারপুর থানা এলাকার সার্দান বাইপাসের একটি অভিজাত আবাসান। এখানেই ওই বেআইনি কল সেন্টারের খোঁজ মিলেছে বলে খবর। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ যুবকরে ৷ উদ্ধার করা হয়েছে ৫টি ল্যাপটপ, ৫টি মোবাইল, ২টি রাউটার, ৭টি হেডফোন। উদ্ধার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ও একাধিক ব্যাঙ্কের জাল লোগো ৷ একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ধৄত তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। 

এখানে যে বেআইনি কল সেন্টার চলছে সেই খবর গোপন সূত্রে আসে পুলিশের কাছে। তারপরই পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম শাখা সার্দান বাইপাসের ওই অভিজাত আবাসনে তল্লাশি চালায়। আবাসনের ৫ নম্বর ব্লকের ১১ তলার ১১০৩ নম্বর ফ্ল্যাটে চলছিল এই বেআইনি কারবার। 

অভিযোগ, টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কম্পিউটার ও ল্যাপটপ হ্যাক করে তথ্য পাচারের ভয় দেখানো হতো। তারপর তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ। তদন্তে নেমে পূর্ব যাদবপুর এলাকার বাসিন্দা জয় হালদার (২৫) সহ নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা তন্ময় মণ্ডল (২৫) ও সোনারপুর থানা এলাকার বাসিন্দা শুভজিত বিশ্বাস (২৯) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ জয় এই চক্রের মূল পাণ্ডা বলে জানা গিয়েছে ৷ তার অ্যাকাউন্ট থেকে উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকা ৷ এই ঘটনায় বারুইপুর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তার ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এখন পুলিশি তদন্তে এই চক্রের নতুন কারও খোঁজ মেলে কিনা সেটাই দেখার।