Abhishek Banerjee: আগামী ২ তারিখ থেকে অভিষেকের নতুন কর্মসূচি, সবটা জানুন বিস্তারিত
তিনি বলেন, "আগামী ২ তারিখ থেকে রাস্তায় থাকব। মমতা সরকারের পনেরো বছরের কাজ তুলে ধরব। রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে দেব। আমার জনসভা রোড শো, আলাপচারিতা করব।" সঙ্গে একটি স্লোগানও উল্লেখ করেন। বলেন, "যতই করো হামলা,আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখে আমি একমাস রাস্তায় থাকবো।"
আজ সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর থেকে শুরু করবেন ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে জনসংযোগ যাত্রা। গতকালই ভার্চুয়াল বৈঠকে ঘোষণা করেছিলেন। এইবার ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে জনসংযোগ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আগামী ২ তারিখ থেকে রাস্তায় থাকব। মমতা সরকারের পনেরো বছরের কাজ তুলে ধরব। রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে দেব। আমার জনসভা রোড শো, আলাপচারিতা করব।” সঙ্গে একটি স্লোগানও উল্লেখ করেন। বলেন, “যতই করো হামলা,আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখে আমি একমাস রাস্তায় থাকবো।”
Published on: Dec 27, 2025 10:09 PM
Latest Videos

