Bangladeshi MP Mysterious Death: ২০ মিনিটের মধ্যে খুন, দেহ কাটা হয় টুকরো-টুকরো করে, দ্রুত পরিষ্কার করা হয় নিউটাউনের ফ্ল্যাট, বাংলাদেশি সাংসদের মৃত্যুতে ভয়ঙ্কর তথ্য সামনে

সুজয় পাল | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 23, 2024 | 11:11 AM

Bangladeshi MP Mysterious Death: সূত্রের খবর, গত ১৩ মে নিউটাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে সাংসদ আনোয়ারুল আজিমকে। এরপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। দেহে পচন ধরে যাতে গন্ধ না বের হয়, সেই জন্য দেহটিকে কেটে অংশ বিশেষ ফ্রিজে রাখা হয়েছিল।

Bangladeshi MP Mysterious Death: ২০ মিনিটের মধ্যে খুন, দেহ কাটা হয় টুকরো-টুকরো করে, দ্রুত পরিষ্কার করা হয় নিউটাউনের ফ্ল্যাট, বাংলাদেশি সাংসদের মৃত্যুতে ভয়ঙ্কর তথ্য সামনে
আনোয়ারুল আজিম, মৃত বাংলাদেশি সাংসদ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: খুন হয়েছেন বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ আনোয়ারুল আজিম? বুধবার থেকে উঠছে একাধিক প্রশ্ন। সূত্র মারফত জানা গিয়েছে, ম্যারাথন তল্লাশির পরেও মিলেনি সাংসদের দেহাংশ। আধিকারিকদের অনুমান, খুনে সুপারি কিলারদের ব্যবহার করা হয়েছিল। তার জন্য পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল অভিযুক্তদের।

সূত্রের খবর, গত ১৩ মে নিউটাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে সাংসদ আনোয়ারুল আজিমকে। এরপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। দেহে পচন ধরে যাতে গন্ধ না বের হয়, সেই জন্য দেহটিকে কেটে অংশ বিশেষ ফ্রিজে রাখা হয়েছিল। দুই দেশের তদন্তকারী সংস্থার তথ্য আদান-প্রদানের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

এ দিকে, তদন্ত যত এগিয়েছে জানতে পারা যাচ্ছে, সাংসদকে খুনের পরিকল্পনা করা হয় বাংলাদেশেই। এই কাজে সাংসদের ঘনিষ্ঠ কেউ যুক্ত বলে মনে করা হচ্ছে। কারণ তিনি ভারতে আসবেন জানতে পেরেই খুনের চক্রান্ত করা হয়। জানা যাচ্ছে, চার কোটি টাকা দেওয়া নিয়ে আনোয়ারুল আজিমের সঙ্গে তাঁর এক ব্যবসায়ী বন্ধুর গোলমাল চলছিল। তিনিই এই খুনের মাষ্টারমাইন্ড কি না তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র মারফত আরও খবর, দেহ একাধিক টুকরো করে চারটি ট্রলিব্যাগে ভরে লোপাট করা হয়েছে। লোপাটের দায়িত্ব দেওয়া হয় অপর একজনকে। সিআইডি মনে করছে, স্থানীয় একজনের উপর দেহাংশ লোপাটের দায়িত্ব ছিল। তার খোঁজ করা হচ্ছে। সূত্রের খবর, নিউটাউনের ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই আনোয়ারুলকে খুন করা হয়েছে। ২০ মিনিটের মধ্যে দেহ টুকরো করে ট্রলিতে ভরা হয়েছে। ওই সময়ের মধ্যেই ফ্ল্যাট পরিষ্কারও করে দেওয়া হয় বলে খবর।

গতকাল একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাল রঙের একটি ছোট চারচাকার গাড়ি ঢুকছে নিউটাউনের আবাসনের সামনে। গাড়িটি আবাসনের বাইরে এসে থামে। সেই গাড়ি থেকে নেমে আসেন তিন জন। তাঁদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের আওয়ামী লিগের মৃত সাংসদ আনোয়ারুল আজিম। সঙ্গে ছিলেন আরও দু’জন। সিসিটিভি ফুটেজের এই সূত্র ধরেই লাল রঙের ওই গাড়িটিকে শনাক্ত করেছে পুলিশ। গাড়ির মালিক ও গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশ জানতে পেরেছে সাংসদের সঙ্গে যাঁরা এসেছিলেন, তাঁরা একে একে বেরিয়ে গিয়েছিলেন আবাসন থেকে। কিন্তু মৃত সাংসদ বের হননি আবাসন থেকে

Next Article