SIR in Bengal: মাঝে আর একদিন! ৭২০ জন ভোটারের মধ্যে ১০৫ জনের কাছে গেল না ফর্ম

Enumeration Form: তপসিয়া তিলজলা এলাকার একটি ভোট কেন্দ্রে এদিন সকালে পৌঁছয় কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল। ওই বুথের অন্তর্গত ৩০ নম্বর বুথে ভোটারদের তথ্য যাচাই করতে BLO-কে সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছয় প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, তখনই ভোটারদের তথ্য যাচাই করতে গিয়ে বেশ কিছু ভুল ত্রুটি নজরে পড়ে কমিশনার প্রতিনিধিদের।

SIR in Bengal: মাঝে আর একদিন! ৭২০ জন ভোটারের মধ্যে ১০৫ জনের কাছে গেল না ফর্ম
মাঠে পর্যবেক্ষকরা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 09, 2025 | 4:54 PM

কলকাতা: মাঝে বাকি আর একটা দিন। ১১ ডিসেম্বরই এনুমারেশন ফর্ম জমা করার শেষ দিন। কিন্তু তপসিয়ার একটি বুথের অন্তর্গত একটি পার্টের ৭২০ জন ভোটারের মধ্যে ১০৫ জন ভোটারের এনুমারেশন ফর্ম এখনও ডিস্ট্রিবিউট করতে পারেননি বিএলও। অন্যদিকে ইতিমধ্যেই আবার SIR এর কাজ দ্রুত শেষ করার জন্য, সুষ্ঠভাবে সামগ্রিক বিষয় পরিচালনার জন্য বিশেষ পর্যবেক্ষক দল পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে দ্বায়িত্বপ্রাপ্ত BLO-রা এনুমারেশন ফর্ম বিলি করার পর সেই ফর্ম যথাযথ ভাবে জমা করছেন কিনা, ডবল এন্ট্রি এবং মৃত ভোটারের নামে কোনো ভাবে তালিকায় না থাকে সেসব সরেজমিনে খতিয়ে দেখার জন্য বিভিন্ন এলাকায় ঘুরছেন কমিশনার সদস্যরা। এরইমধ্যে তপসিয়া থেকে উঠে এল এই ছবি।  

তপসিয়া তিলজলা এলাকার একটি ভোট কেন্দ্রে এদিন সকালে পৌঁছয় কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল। ওই বুথের অন্তর্গত ৩০ নম্বর বুথে ভোটারদের তথ্য যাচাই করতে BLO-কে সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছয় প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, তখনই ভোটারদের তথ্য যাচাই করতে গিয়ে বেশ কিছু ভুল ত্রুটি নজরে পড়ে কমিশনার প্রতিনিধিদের। এমনকি ৩০ নম্বর পার্টের ৭২০ জন ভোটারের মধ্যে ১০৫টি ফর্ম ভোটারদের কাছে এখনও কেন পৌঁছয়নি তাও জানতে চান কমিশনার প্রতিনিধিরা। প্রশ্নের মুখে পড়েন বিএলও-রা। ওই ১০৫ জন ভোটাররা কোথায়? তাদের অনুপস্থিতির কারণ কী, যদি অন্যত্র শিফট  হয়ে থাকেন তাহলে সেই তথ্য কোথায়, কেন সব যাচাই করে ফর্ম বিলি করা যায়নি, তথ্য কেন কমিশনের পোর্টালে আপলোড হয়নি তাও জানতে চাওয়া হয় BLO এর কাছে। 

শুধু তাই নয়, বেশ কিছু ভোটারের এনুমারেশন ফর্ম পূরণের প্রক্রিয়া যথাযথ না হওয়ায় BLO-এর কাজে বেশ খানিকটা অসন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সি মুরগন। BLO অবজারভারকে নির্দেশ দেন BLO এর সঙ্গে বসে যাবতীয় কাজ ঠিক ভাবে হয়েছে কিনা তা রিভিউ করার জন্য। ১১ ডিসেম্বর কমিশনার নির্ধারিত কাজের সময়সীমা শেষ হলে সি মুরগন এই এলাকায় আবারও আসবেন বলেও জানান। একইসঙ্গে এদিন পরিদর্শনে এসে যা যা উঠে এসেছে সবই কমিশনে জানাবেন বলে জানিয়েছেন।