AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

By-Poll: মানিকতলায় কি এবার তৃণমূলের মুখ কোনও আমলা?

Maniktala: এবার যে চার কেন্দ্রে ভোট হতে চলেছে, তার মধ্যে মানিকতলার জন্য মুখ্যমন্ত্রী খোদ কোর কমিটি গড়েছেন। এই ঘটনা অভূতপূর্ব। কিন্তু মানিকতলা নিয়ে এত তৎপরতার মাঝেই উঠে আসছে এই কেন্দ্রে সম্ভাব্য তৃণমূল প্রার্থী কে? মানিকতলা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী তিনি।

By-Poll: মানিকতলায় কি এবার তৃণমূলের মুখ কোনও আমলা?
তৃণমূল কংগ্রেস।
| Edited By: | Updated on: Jun 11, 2024 | 11:32 AM
Share

কলকাতা: আবারও ভোটের দামামা বঙ্গে। চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ১০ জুলাই উপনির্বাচন হতে চলেছে মানিকতলা, রায়গঞ্জ, বাগদা ও রানাঘাট দক্ষিণে। লোকসভা ভোট মিটতে না মিটতেই রাজ্যে উপনির্বাচন নিয়ে সরগরম রাজনৈতিক মহল। চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে। এ নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে চিঠিও লিখেছে। কেন তড়িঘড়ি চার কেন্দ্রে ভোট, প্রশ্ন শাসকদলের। কারণ, কিছুদিন পরই আরও ৬ কেন্দ্রে উপনির্বাচন করতে হবে। রাজ্য এইভাবে নির্বাচনের মরসুম চলতে থাকলে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটে। এই অভিযোগগুলিকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, রাজ্যে ১০ কেন্দ্রে একসঙ্গে বিধানসভা উপনির্বাচন হোক।

এবার যে চার কেন্দ্রে ভোট হতে চলেছে, তার মধ্যে মানিকতলার জন্য মুখ্যমন্ত্রী খোদ কোর কমিটি গড়েছেন। এই ঘটনা অভূতপূর্ব। কিন্তু মানিকতলা নিয়ে এত তৎপরতার মাঝেই উঠে আসছে এই কেন্দ্রে সম্ভাব্য তৃণমূল প্রার্থী কে? মানিকতলা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী তিনি। প্রার্থিপদের দাবিদার রয়েছেন সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেও। অনেকে আবার মনে করছেন, পাণ্ডে পরিবারের কেউ না হয়ে তৃতীয় কোনও ব্যক্তি হতে পারেন এই কেন্দ্রে প্রার্থী। রাজ্যের এক বড় আমলার নাম নিয়েও চলছে চর্চা। তবে জোরালো সুপ্তি পাণ্ডের নাম।

অন্যদিকে বাগদা কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে তৃণমূল পিছিয়ে আছে ১৮ হাজার ভোটে। এই কেন্দ্রে কি বিশ্বজিৎ দাসের উপরই আস্থা রাখবে দল? জল্পনা অব্যাহত। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনে পিছিয়ে আছেন। সম্প্রতি লোকসভা প্রার্থী হয়েও হেরেছেন। দল কি আবার তাঁকে বিধানসভার টিকিট দেবে? কিংবা মুকুটমণি অধিকারী কি আবার টিকিট পাবেন, ঘুরছে সে প্রশ্নও। কারণ, রানাঘাটের প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি তৃণমূলে যোগ দেওয়ার পর লোকসভায় টিকিট পান এবং হারেন। আবার তাঁকেই প্রার্থী করবে কি না তৃণমূল রয়েছে প্রশ্ন। তৃণমূলের একাংশ মনে করছে বিশ্বজিৎ, মুকুটমণি, কৃষ্ণ কল্যানীরা আবারও টিকিট পেতেই পারেন। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেওয়া হয়নি। সূত্রের খবর, জেলা নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট নিয়ে তবেই নাম চূড়ান্ত করবে তৃণমূল।