Esplanade metro station: দক্ষিণেশ্বগামী মেট্রো ঢুকতেই মরণঝাঁপ যুবকের, এসপ্ল্যানেড স্টেশনে হইহই

Esplanade metro station: এ দিকে, এই ধরনের উদ্ধার কাজ তৃতীয় লাইনে বিদ্যুত বন্ধ করে করতে হয়। দেহ তুলতে স্ট্রেচার আনা হয়েছে। প্রায় পঁয়ত্রিশ মিনিট ধরে দেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। মেট্রো পরিষেবা আংশিক বন্ধ রাখা হয়েছে। মেট্রোরেল সূত্রে খবর, সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে।

Esplanade metro station: দক্ষিণেশ্বগামী মেট্রো ঢুকতেই মরণঝাঁপ যুবকের, এসপ্ল্যানেড স্টেশনে হইহই
মেট্রোয় ঝাঁপImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 10, 2025 | 11:20 PM

কলকাতা: ফের কলকাতা মেট্রোয় আত্মহত্য়া। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ট্রেন ঢুকতেই মরণঝাঁপ দেন এক যুবক। তাঁর উপর দিয়েই চলে যায় তিনটি বগি। এর জেরে প্রথমে মেট্রো পরিষেবা খানিক বন্ধ থাকলেও পরে তা সচল হয়ে যায়।

সোমবার এমনই ব্যস্ততম দিন। অফিস ছুটি হয় এই সময়। অফিসযাত্রীদের বাড়ি ফেরার তাড়া থাকে। তার উপর এসপ্ল্যানেড একটি ব্যস্ততম মেট্রো স্টেশন। ঠিক ব্যস্ত মুহূর্তে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, এ দিন দক্ষিণেশ্বগামী মেট্রো ঢুকতেই বছর প্রায় চল্লিশের এক যুবক ঝাঁপ দেন লাইনে। তিনটি বগি তাঁর উপর দিয়ে চলে যায়। দ্বিতীয় এবং তৃতীয় লাইনের মধ্যে আটকে থাকেন তিনি। মৃত্যু হয় তাঁর। মেট্রো রেল সূত্রে খবর, মৃত যুবকের নাম কর্তিক দাস। তিনি গড়িয়ার বাসিন্দা।

এই ঘটনার পর দেহ তুলতে নিয়ে আসা হয় স্ট্রেচার। এ দিকে ঘটনার পর মেট্রো পরিষেবা আংশিক বন্ধ রাখা হয়। পরে সচল হয় পরিষেবা। শম্ভুকুমার নামে এক যাত্রী বলেন, “ট্রেন আসছিল দেখি ঝাঁপ দিয়ে দিল। দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছি।” আরও এক যাত্রী বলেন, “আমরা এখন দু’ঘণ্টা দাঁড়িয়ে থাকব। আর কী।”