Narendrapur: নরেন্দ্রপুরে ভয়ঙ্কর কাণ্ড, নামী ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাসরুম থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Jan 25, 2025 | 2:30 PM

Narendrapur: গ্রিনপার্ক থানা এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে কর্মরত ছিলেন রাজেশ রজক (২৮) ৷ নরেন্দ্রপুর থানা এলাকারই রামচন্দ্রপুরে তাঁর বাড়ি৷ স্কুলে হিন্দি পড়াতেন। সূত্রের খবর, স্কুলের চাবি তার কাছেই ছিল৷ শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি।

Narendrapur: নরেন্দ্রপুরে ভয়ঙ্কর কাণ্ড, নামী ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাসরুম থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ
ব্যাপক চাঞ্চল্য এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

নরেন্দ্রপুর: স্কুলের মধ্যে আত্মঘাতী শিক্ষক। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গ্রিনপার্কে। খবর ছড়াতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷  

গ্রিনপার্ক থানা এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে কর্মরত ছিলেন রাজেশ রজক (২৮) ৷ নরেন্দ্রপুর থানা এলাকারই রামচন্দ্রপুরে তাঁর বাড়ি৷ স্কুলে হিন্দি পড়াতেন। সূত্রের খবর, স্কুলের চাবি তার কাছেই ছিল৷ শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন আশপাশের এলাকায় খোঁজ করলেও তাঁর দেখা পাওয়া যায়নি। শেষ তাঁরা হাজির হন স্কুলে। খুঁজতে খুঁজতে স্কুলে গেলে ক্লাসরুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখা যায় রাজেশকে। 

সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে অশান্তি হয়েছিল। তারপরই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। আর বাড়ি ফেরেননি। কিন্তু, রাগের মাথায় যে স্কুলে গিয়ে এই কাজ করে ফেলবেন তা ভাবতে পারছেন না কেউই। স্কুল কর্তৃপক্ষের তরফেই খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷  

Next Article