Video: ‘বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব’, সৌগতর কণ্ঠে জয় গোস্বামীর কবিতা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 15, 2022 | 8:20 PM

Video: এদিন পরিচিত অমিত বন্ধু ঘোষের সিডি প্রকাশ অনুষ্ঠানে প্রেস ক্লাবে আসেন তাপস-সৌগত। সেখানেই ধরা দেন অন্য মেজাজে।

Follow Us

কলকাতা: ‘বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো/ বেণীমাধব, তুমি কি আর, আমার কথা ভাবো?’ প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Trinamool Mp Sougata Roy) গলায় শোনা গেল জয় গোস্বামীর এই বিখ্যাত কবিতা। তখন পাশে বসে তৃণমূল বিধায়ক তাপস রায়। এদিকে তাঁর গলায় শোনা গিয়েছে সলিল চৌধুরীর গান। সতীর্থর গান শুনে হাতে হাতে তালও মেলাতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর গলাতেও শোনা গেল জয় গোস্বামীর (Joy Goswami) কবিতা। সূত্রের খবর, এদিন পরিচিত অমিত বন্ধু ঘোষের সিডি প্রকাশ অনুষ্ঠানে প্রেস ক্লাবে আসেন তাপস-সৌগত। এর আগে তাঁরা দুজনে বরাহনগরের একটি দুর্গাপুজোর থিমেরও উদ্বোধন করেন। নানা রাজনৈতিক প্রশ্নের উত্তরও দেন। তারপরই দুজনকে দেখা যায় সম্পূর্ণ অন্য মেজাজে।

কলকাতা: ‘বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো/ বেণীমাধব, তুমি কি আর, আমার কথা ভাবো?’ প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Trinamool Mp Sougata Roy) গলায় শোনা গেল জয় গোস্বামীর এই বিখ্যাত কবিতা। তখন পাশে বসে তৃণমূল বিধায়ক তাপস রায়। এদিকে তাঁর গলায় শোনা গিয়েছে সলিল চৌধুরীর গান। সতীর্থর গান শুনে হাতে হাতে তালও মেলাতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর গলাতেও শোনা গেল জয় গোস্বামীর (Joy Goswami) কবিতা। সূত্রের খবর, এদিন পরিচিত অমিত বন্ধু ঘোষের সিডি প্রকাশ অনুষ্ঠানে প্রেস ক্লাবে আসেন তাপস-সৌগত। এর আগে তাঁরা দুজনে বরাহনগরের একটি দুর্গাপুজোর থিমেরও উদ্বোধন করেন। নানা রাজনৈতিক প্রশ্নের উত্তরও দেন। তারপরই দুজনকে দেখা যায় সম্পূর্ণ অন্য মেজাজে।

Next Article